বেঙ্গালুরুর চিন্মাস্বামী স্টেডিয়ামে গত বৃহস্পতিবার আইপিএলে রাজস্থান রয়্যালসের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ১১ রানের জয়ে ৭০ রানের দারুণ এক ইনিংস খেলেন বিরাট কোহলি। এর মধ্য দিয়ে ট্রি টায়েন্টিতে একটি ভেন্যুতে সবচেয়ে বেশি ফিফটির বিশ্ব রেকর্ডও গড়লেন বেঙ্গালুরু তারকা। ৩২ বলে ফিফটি তুলে নেন কোহলি। চিন্মাস্বামী স্টেডিয়ামে স্বীকৃত ট্রিটোয়েন্টিতে এটি তাঁর ২৬তম ফিফটি। এই ইনিংসের আগে রেকর্ডটি ছিল ইংল্যান্ডের ব্যাটসম্যান অ্যালেক্স হেলসের। নটিংহামের ট্রেন্ট ব্রিজে টি–টোয়েন্টিতে ইংল্যান্ডের সাবেক এই ওপেনারের ফিফটি ২৫টি।চিন্মাস্বামীতে টি–টোয়েন্টিতে চারটি সেঞ্চুরিও আছে কোহলি। সব মিলিয়ে এই স্টেডিয়ামে টি–টোয়েন্টিতে ১০৫ ইনিংসে ২৬টি ফিফটি ও ৪টি সেঞ্চুরি কোহলির। ট্রেন্ট ব্রিজে ১০৯ ইনিংসে ২৫টি ফিফটি ও ২টি সেঞ্চুরি হেলসের। ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ট্রিটোয়েন্টিতে এক ভেন্যুতে রান, ফিফটি, সেঞ্চুরি ও গড়ে কোহলিই সবার ওপরে। ট্রিটোয়েন্টিতে এক ভেন্যুতে সর্বোচ্চ ফিফটির তালিকায় শীর্ষ পাঁচে বাংলাদেশের তামিম ইকবাল। দ্বিতীয় হেলস ও চতুর্থ তামিমের মাঝে তৃতীয় স্থানও আরেক ইংলিশের জেমস ভিন্স। সাউদাম্পটনের রোজবোল স্টেডিয়ামে ১০৬ ইনিংসে ২৪টি ফিফটি ও ২টি সেঞ্চুরি তার।
ক্রিকেট
টি-টোয়েন্টিতে নতুন বিশ্ব রেকর্ড কোহলির
বেঙ্গালুরুর চিন্মাস্বামী স্টেডিয়ামে গত বৃহস্পতিবার আইপিএলে রাজস্থান রয়্যালসের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ১১ রানের জয়ে ৭০ রানের দারুণ এক ইনিংস খেলেন বিরাট কোহলি। এর মধ্য দিয়ে ট্রি টায়েন্টিতে একটি