এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান। শিরোপা নির্ধারণী ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল টস জিতেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফলে টস হেরে আগে ব্যাট করতে নামে পাকিস্তান। তবে ফাইনাল ম্যাচেও আলোচনায় ছিল দুদলের ‘হ্যান্ডশেক’ বিতর্ক। গতকাল সেটির পুনরাবৃত্তি হয়েছে। গ্রুপ পর্ব ও সুপার ফোরের মতো ফাইনালেও টসের পর হাত মেলাননি দুই দলের অধিনায়ক। ফাইনাল ম্যাচে অবশ্য আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে পাকিস্তান। দুই ওপেনার সাহিবজাদা ফারহান আর ফখর জামান মিলে প্রথম চার ওভারে করে ৩২ রান করা পাকিস্তান প্রথম ৬ ওভারে কোন উইকেট না হারিয়ে তুলে ৪৫ রান। শেষ খবর পাওয়া পর্যন্ত ৮ ওভারে বিনা উইকেটে ৬৪ রান নিয়ে ব্যাট করছিল। দলের পক্ষে সাহিবজাদা ৪৭ আর ফখর জামান ১৫ রানে ব্যাটিংয়ে ছিলেন। ইনজুরির কারণে ফাইনাল ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। একাদশ থেকে বাদ পড়েছেন হার্শিত রানা ও আর্শদ্বীপ সিংও। তাদের বদলে খেলছেন রিংকু সিং ও শিবম দুবে। অপরদিকে বাংলাদেশের বিপক্ষে খেলা একাদশ নিয়েই শিরোপা লড়াইয়ে নেমেছে পাকিস্তান। টি-টোয়েন্টির এক নম্বর দল ভারত এশিয়া কাপে ছিল দুর্দান্ত ফর্মে। গ্রুপ পর্ব ও সুপার ফোর মিলিয়ে ছয় ম্যাচেই অপরাজিত ছিল দলটি। অন্যদিকে বিশ্বের সাত নম্বর দল পাকিস্তান ছয় ম্যাচে হেরেছে দুটিতেÑদুটিই ভারতের বিপক্ষে।
পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আগা (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ এবং হুসাইন তালাত।
ভারত একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী ও রিংকু সিং।