ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনার জনবলদের নিয়ে খুলনা জেলা স্টেডিয়ামে ১৩তম প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গত ১২ ডিসেম্বর ২০২৫ শুক্রবার দুপুর ২ টায় এ টুর্নামেন্টের উদ্বোধন করেন হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট এ. এস. এম. মামুন শাহীন।
প্রীতি ক্রিকেট টুর্নামেন্টটি হাসপাতালের জনবল আইবিএইচকে পাইওনিয়ার ও আইবিএইচকে লিজেন্ডস দুইটি দলে বিভক্ত হয়ে খেলায় অংশ গ্রহণ করে। আইবিএইচকে পাইওনিয়ারের অধিনায়ক ছিলেন হাসপাতালের আরএমও ডা. তারিক ইমরান এবং আইবিএইচকে লিজেন্ডস দলের অধিনায়ক ছিলেন হাসপাতালের ল্যাব ইনচার্জ মো. মোজাফ্ফর হোসাইন। খেলায় আইবিএইচকে লিজেন্ডস দল আইবিএইচকে পাইওনিয়ার দলকে ১৭ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় চ্যাম্পিয়ন দলকে চ্যাম্পিয়ন ট্রফি ও রানার্স আপ ট্রফি প্রদান করা হয়। এছাড়া খেলায় সকল খেলোয়ারদের পুরস্কার প্রদান করা হয়। খেলায় উপস্থিত ছিলেন হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মুকাররম বিল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাম ফারুক, মো. আমির হামজা, মো. শাহানুজ্জামান, হিসাব বিভাগের ইনচার্জ মো. শফিকুল ইসলামসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।