ইনজুরির কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের আসর থেকে ছিটকে গেলেন চট্টগ্রাম রয়্যালসের ইংলিশ ওপেনার অ্যাডাম রসিংটন। ৭ ম্যাচ খেলে ৫টি জয় ও ২টি হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে চট্টগ্রাম। দলকে শীর্ষে রাখতে ব্যাট হাতে বড় অবদান রাখেন রসিংটন। ৬ ম্যাচ খেলে ৩টি হাফ-সেঞ্চুরিতে ১৩৯.৪৫ স্ট্রাইক রেটে ২৫৮ রান করেছেন তিনি। রসিংটনের ইনজুরি নিয়ে চট্টগ্রামের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে চট্টগ্রামের শেষ ম্যাচে বিনুরা ফার্নান্দোর ডেলিভারিতে বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে আঘাত পান রসিংটন। এই আঙুলে আগের থেকে ইনজুরি ছিল তার। এক্স-রেতে রসিংটনের আঙুলে চিড় ধরা পড়ে। ইনজুরি থেকে সেরে উঠতে দুই সপ্তাহ সময় লাগবে। এজন্য আগামীকাল ইংল্যান্ডে ফিরে যাবেন তিনি।’ নাফিস আরও বলেন, ‘দুর্দান্ত ফর্মে ছিল রসিংটন। এই মৌসুমে আমাদের সাফল্যের মূল চাবিকাঠি ছিল সে।