ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে রেলিগেশন লিগে নেমে গেল ব্রাদার্স ইউনিয়ন। গতকাল গাজী গ্রুপের কাছে হেরে রেলিগেশনে নেমে যায় দলটি। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে বড় ব্যবধানে জিততে পারলে রেলিগেশন লিগ এড়ানোর দারুণ সুযোগ ছিল ব্রাদার্স ইউনিয়নের। কিন্তু বড় ব্যবধানতো দূরে থাক উল্টো ৫১ রানের ব্যবধানে হেরেছে তারা। আগে ব্যাটিং করে গাজী গ্রুপ ৩০১ রানের সংগ্রহ দাঁড় করায়। জবাবে ৪৩.১ ওভারে ২৫০ রানে থামে ব্রাদার্সের ইনিংস। ব্রাদার্সকে অলআউট করতে বড় ভূমিকা রাখেন বয়সভিত্তিক ক্রিকেট খেলে উঠে আসা লেগ স্পিনার ওয়াইসি সিদ্দিকী। ৫২ রানে ৬ উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরা হন গাজীর এই বোলার। ব্রাদার্সের সঙ্গে রেলিগেশন লিগ খেলবে পারটেক্স স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। বিকেএসপির চার নম্বর মাঠে গাজী গ্রুপের দেওয়া ৩০২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে ইমতিয়াজ হোসেনকে হারায় ব্রাদার্স। দ্বিতীয় উইকেটে মাহফিজুল ইসলাম রবিন ও জাহিদুজ্জামান খান ১১০ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন। রবিন ৫৩ বলে ৫৫ রান করে আউট হওয়ার পর মোড়ক লাগে ব্রাদার্সের ব্যাটিং লাইনআপে। জাহিদ এক প্রান্ত আগলে রেখে একা লড়াই করে যান। শেষ পর্যন্ত সপ্তম ব্যাটার হিসেবে আউট হন তিনি। তার আগে অবশ্য ৯২ বলে খেলেছেন ১২২ রানের ইনিংস। ১৭ চার ছাড়াও দুটি ছক্কায় নিজের ইনিংসটি সাজান উইকেট কিপার এই ব্যাটার।
ক্রিকেট
গাজীর কাছে হেরে রেলিগেশন লিগে ব্রাদার্স
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে রেলিগেশন লিগে নেমে গেল ব্রাদার্স ইউনিয়ন। গতকাল গাজী গ্রুপের কাছে হেরে রেলিগেশনে নেমে যায় দলটি। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে বড় ব্যবধানে জিততে পারলে রেলিগেশন লিগ এড়ানোর