পাওয়ার হিটিংয়ে উন্নতি করতে সম্প্রতি বিশেষ কোচ নিয়োগ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাওয়ার হিটিংয়ের জন্য বিশ্ব ক্রিকেটে বর্তমান সময়ের সেরা কোচদের একজন জুলিয়ান উড। বিসিবি তাকেই এবার টিম ম্যানেজমেন্টে যোগ করেছে। ক্রিকেটারদের সঙ্গে কাজ শুরু করার আগে গতকাল দেশের প্রথমসারির কোচদের সঙ্গে বৈঠকে বসেন উড। সেখানে উপস্থিত ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন ও সোহেল ইসলামের মতো কোচরা। এ ছাড়া ছিলেন তালহা জুবায়ের, হান্নান সরকার ও গেম ডেভলপমেন্টের হেড অব অপারেশন্স হাবিবুল বাশার সুমন। আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার হিটিং বেশ গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও ধারাবাহিকতার পাশাপাশি কাক্সিক্ষত ‘ইম্প্যাক্ট’ ক্রিকেটার হতে চাইলে যেকোনো ব্যাটারের জন্যই পাওয়ার হিটিং দক্ষতা অপরিহার্য। যে জায়গায় বাংলাদেশি ব্যাটারদের ব্যর্থতা স্পষ্ট। সম্প্রতি বেশ কয়েকজন তরুণ ব্যাটার পাওয়ার হিটিংয়ে উন্নতি করলেও দলগতভাবে এখনও বেশ পিছিয়ে টাইগাররা। বাংলাদেশ-শ্রীলংকার মতো দেশ ভারত-ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার চেয়ে অনেক পিছিয়ে বলেও মনে করেন উড, যে ড্রিলগুলো দেখিয়েছে সেগুলো ছোট বাচ্চাদেরও দেখানো যাবে বা করানো যাবে। উডের কাছে মনে হয়েছে যে বাংলাদেশ-শ্রীলংকা একই জায়গায় আছে। আর ভারত-ইংল্যান্ড-অস্ট্রেলিয়া তারা অনেক এগিয়ে গিয়েছে পাওয়ার হিটিংয়ে। সে বলেছে যতদিন বাংলাদেশে আছে ওর কাছে শেখা যাবে। কোনো প্রশ্ন থাকলে করতে পারবে। গতকালের সভায় উপস্থিত থাকা এক কোচ ওই বৈঠকে আলোচনার কিছু বিষয় নিয়ে জানিয়েছেন। তিনি বলেন, ‘মেইনলি পাওয়ার হিটিং নিয়ে আলাপ হয়েছে। বিশ্ব ক্রিকেটে এই পাওয়ার হিটিং কোথায় গিয়েছে আর আমরা কোথায় আছি। কী করলে ওই জিনিসগুলোতে আরও উন্নতি হবে এগুলো নিয়েই কথা হয়েছে। বায়োমেকানিক্সের অনেক কিছুই ছিল, মানে শরীরের কোথা থেকে পাওয়ার জেনারেট করে ক্রিকেটাররা। সোজা খেললে কোন পাওয়ারে মারতে পারবেন এসব বিষয়। আপনি কীভাবে মারতে পারলে পাওয়ার আসবে ও এগুলোর উন্নতি করা যায় সবকিছু দেখিয়েছে সে।’
ক্রিকেট
দেশি কোচদের সঙ্গে বৈঠক করেছেন কোচ জুলিয়ান উড
পাওয়ার হিটিংয়ে উন্নতি করতে সম্প্রতি বিশেষ কোচ নিয়োগ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাওয়ার হিটিংয়ের জন্য বিশ্ব ক্রিকেটে বর্তমান সময়ের সেরা কোচদের একজন জুলিয়ান উড। বিসিবি তাকেই এবার টিম ম্যানেজমেন্টে
Printed Edition
