চট্টগ্রাম ব্যুরো : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ হার নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে এখানেই শেষ নয় এখন ক্যারিবীয়দের লক্ষ্য সিরিজে টাইগারদের হোয়াইটওয়াশ করা। অন্যদিকে, সান্ত¡নার জয় তুলে নিয়ে মান রক্ষার চ্যালেঞ্জে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। আজ শুক্রবার চট্টগ্রামের সাগরিকায় অনুষ্ঠিতব্য শেষ ম্যাচে জিতলেই ধবলধোলাইয়ের লজ্জা এড়াবে বাংলাদেশ। বিপরীতে জিতলে ইতিহাস গড়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার কৃতিত্ব অর্জন করবে ওয়েস্ট ইন্ডিজ। ফলে সমীকরণ এখন স্পষ্ট—বাংলাদেশের সামনে সম্মান রক্ষার লড়াই, আর ক্যারিবীয়দের চোখ পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠায়।

বুধবার দ্বিতীয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার অ্যালিক আথানজে বলেন, ‘হ্যাঁ, উদ্দেশ্য অবশ্যই হোয়াইটওয়াশ করা। তবে আমরা বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না। শুক্রবার নিজেদের সেরাটা দিয়ে আরেকটি ভালো ম্যাচ খেলতে চাই।’ তিনি আরও বলেন, ‘আমাদের মনে হয়েছে কিছু রান কম হয়েছিল। তবুও আমরা দল হিসেবে বোলিং বিভাগে দায়িত্ব নিয়েছিলাম। আজ ফিল্ডিং কিছুটা খারাপ হলেও বোলাররা দুর্দান্ত ছিল, নিয়মিত উইকেট তুলে নিয়েছে।’ গত বছর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে ক্যারিবীয়দের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এবার সে ধারার উল্টো চিত্র দেখার আশায় অতিথিরা। আথানজে বলেন, ‘আমি তখন দলে ছিলাম না, কিন্তু এবার সুযোগ এসেছে। যদি ৩-০ ব্যবধানে জয়ের সম্ভাবনা থাকে, আমরা সেটি অবশ্যই কাজে লাগাতে চাই।’ উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচে ১৬ রানে এবং দ্বিতীয় ম্যাচে ১৪ রানে হেরে যায় স্বাগতিক বাংলাদেশ। ফলে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ হাতছাড়া হয়েছে টাইগারদের। এখন বাকি শুধু শেষ ম্যাচে লড়াই-মান বাঁচানোর জন্য।