নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে সেঞ্চুরি করেছেন নুরুল হাসান সোহান। সফরকারী দলের বিপক্ষে বাকিদের ব্যর্থতার মাঝে লড়লেন একাই। হাঁকিয়েছেন সেঞ্চুরি। তবে বাকিদের ব্যর্থতায় এখনও লিড নিতে পারেনি বাংলাদেশ। চার দিনের টেস্টের দ্বিতীয় দিনটা শুরু হয়েছে নিউজিল্যান্ডকে অলআউট করে। ২৫৬ রানে সবগুলো উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা।
বাংলাদেশের হয়ে ৬ উইকেট শিকার করেন খালেদ আহমেদ। তিনটি উইকেট নেন এনামুল হক। একটি শিকার ধরেন এবাদত হোসেন। জবাবে ব্যাট করতে নেমে থিতু হতে পারেননি বাংলাদেশের দুই ওপেনারের কেউই। জাকির হোসেন ১২ ও আনামুল হক উইকেট হারান ২৪ রানে। তিনে নামা মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে আসে স্রেফ ১৮ রান।
চারে ও পাঁচে নামা অমিত হাসান ও মাহিদুল ইসলাম অঙ্কন সমান ২৫ রান করে বিদায় নেন। বাকি সময়টা একাই লড়েন সোহান। চার-ছক্কা মেরে তুলে নেন সেঞ্চুরি। ৭৩ বলে শতক হাঁকিয়ে অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। ৮৮ বলে ১১ চার ও ৫ ছক্কায় ১০৭ রানে শেষ হয় তার ইনিংস। এরপর আলোকস্বপ্লতায় ম্যাচ বন্ধ করে দেয়া হয়। এখনও নিউজিল্যান্ড থেকে ৭ রান পিছিয়ে আছে বাংলাদেশ। ব্যাট করছেন হাসান মুরাদ ও এবাদত হোসেন।