বাংলাদেশ জাতীয় দলের সাবেক ও বর্তমান তারকা ক্রিকেটারদের মিলনমেলা বসেছে বগুড়ায়। ২৭তম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)-এর চার দিনের ম্যাচ খেলতে বাংলাদেশের নামি-দামী তারকা ক্রিকেটাররা এই মুহূর্তে বগুড়ায় অবস্থান করছেন। আজ থেকে শুরু হওয়া বরিশাল এবং রংপুর বিভাগের মধ্যকার চার দিনের ম্যাচে তারা অংশ নিবেন। ইতোমধ্যেই রংপুর বিভাগের হয়ে খেলতে বগুড়ায় এসেছেন জাতীয় দলের তারকা লেগ স্পিনার রিশাদ হোসেন। তার সাথে দলে আছেন জাতীয় দলের সাবেক তারকা নাসির হোসেন এবং নাঈম ইসলাম। বরিশালের হয়ে মাঠে নামবেন জাতীয় দলের তারকা স্পিনার তানভীর ইসলাম। তিনি এই দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন। দলে আছেন জাতীয় দলের সাবেক ওপেনার সামশুর রহমান শুভ। এরই মধ্যে দুই দলের খেলোয়াড়রা শহীদ চান্দু স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছেন। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই দল অনুশীলন করে। আজ সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হবে। বিসিবি সূত্রে জানাগেছে, এনসিএল এর চার দিনের ম্যাচ দেখতে দর্শকদের টিকিটের প্রয়োজন হবেনা। বিনা টিকিটে তারা গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবেন।
ক্রিকেট
এনসিএল-এর চার দিনের ম্যাচ
আজ বগুড়ায় রংপুরের মুখোমুখি বরিশাল
বাংলাদেশ জাতীয় দলের সাবেক ও বর্তমান তারকা ক্রিকেটারদের মিলনমেলা বসেছে বগুড়ায়। ২৭তম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)-এর চার দিনের ম্যাচ খেলতে বাংলাদেশের নামি-দামী তারকা ক্রিকেটাররা এই মুহূর্তে বগুড়ায় অবস্থান করছেন।