টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে আজ ও আগামীকাল দুই ভাগে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। এই সফরে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন নূরুল হাসান সোহান। টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের সর্বশেষ আসরে রানার্স আপ হয়েছিল আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ হাই পারফরম্যান্স। এবার নুরুল হাসান সোহানকে অধিনায়ক করে বাংলাদেশ ‘এ’ দলকে অস্ট্রেলিয়ায় পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে অধিনায়ক সোহান জানিয়েছেন, তাদের মূল লক্ষ্য শিরোপা জেতা। গতকাল সংবাদ সম্মেলনে সোহান বলেছেন, ‘আমরা খুব ভালো একটি টুর্নামেন্ট খেলতে যাচ্ছি। এখানে পাকিস্তান ‘এ’ দল, নেপাল জাতীয় দল, বিগ ব্যাশের কয়েকটি দল খেলবে। আমার কাছে মনে হয় মেইন লক্ষ্য হওয়া উচিত যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, ফাইনাল খেলবো। প্রতিটা খেলোয়াড়, যারা আমাদের সঙ্গে টিম ম্যানেজম্যান্ট আছে- তাদের লক্ষ্য ট্রফি জেতার।’ বিভিন্ন দেশের ১১ টি দল নিয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। অংশগ্রহণকারী ১১টি দলের মধ্যে বাংলাদেশের ‘এ’ দল ছাড়াও পাকিস্তান শাহীনস, নেপাল,দ্য কিংসমেন, অ্যাসিটি কমেট, অ্যাডিলেড স্ট্রাইকার্স, হোবার্ট হারিকেন্স, মেলবোর্ন রেনেগেডস, মেলবোর্ন স্টারস এবং পার্থ স্কচার্স অংশ নেবে। যদিও প্রতিটি দলের সঙ্গে সবার খেলার সুযোগ নেই, গ্রুপ পর্বে প্রতিটি দল ৬টি করে ম্যাচ খেলবে। বাংলাদেশের ‘এ’ দল খেলবে পাকিস্তান শাহীনস, নেপাল, পার্থ স্কচার্স, নর্দার্ন টেরিটরি স্ট্রাইক, মেলবোর্ন স্টারস এবং অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে। উদ্বোধনী ম্যাচেই সোহানরা পাকিস্তান শাহীনসের বিপক্ষে মাঠে নামবেন। সোহান জানালেন, এবারের দলগুলো বেশ শক্তিশালী, এবং তারা গতবার ফাইনালে খেলার অভিজ্ঞতা থেকে এবার আরও আত্মবিশ্বাসী। এ প্রসঙ্গে সোহান বলেন,‘আমরা ভালো একটা টুর্নামেন্টে যাচ্ছি এবং এবছরের দলগুলো অনেক ভালো। এটা আমাদের জন্য একটা বড় সুযোগ এবং আমরা ইনশাআল্লাহ ফাইনাল খেলতে চাই।’ জাতীয় দলের কাছাকাছি থাকা ক্রিকেটারদের নিয়ে ‘এ’ দল সাজানো হয় এবং বাংলাদেশের ক্রিকেটে এক ধরণের সংস্কৃতি রয়েছে যে ‘আমরা শিখছি বা শেখার চেষ্টা করছি’। তবে সোহান মনে করেন, টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেয়া ক্রিকেটারদের লক্ষ্য শুধু শেখা নয় বরং শিরোপা জয় করা হওয়া উচিত। সোহান বলেন, ‘শেখার প্রসেসে আমি বিশ্বাস করি না। আমাদের মূল লক্ষ্য অবশ্যই শিরোপা জয়। যেহেতু টুর্নামেন্ট খেলতে যাচ্ছি সবার লক্ষ্য হওয়া উচিত ফাইনালে পৌঁছানো।’ অধিনায়ক সোহান অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় থাকলেও তিনি বর্তমানে এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে রয়েছেন। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করলেও এশিয়া কাপে সুযোগ পাবেন কিনা তা নিশ্চিত নয়। তবে তিনি বলেন,‘আমি শুধু সামনে যে কাজ আছে সেটাতেই মনোযোগ দিতে চাই। এই মুহূর্তে, আমার লক্ষ্য শুধু টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট।’ সোহান আরও জানান, ‘আমার কাজ মাঠে পারফর্ম করা, আমি শতভাগ চেষ্টা করি তবে কখনও কখনও সেটা হয় না। কিন্তু আমার লক্ষ্যটা পরিষ্কার-এই টুর্নামেন্টের মধ্যে থেকেই আমার সেরা পারফরম্যান্স দিতে চাই।’ ধারাবাহিক পারফরম্যান্স, নেতৃত্বগুণ, ম্যাচজয়ী ইনিংস-সবই আছে তার। ঢাকা প্রিমিয়ার লিগ, এনসিএলসহ বিপিএলে পারফর্ম করছেন নিয়মিত। তারপরও জাতীয় দলের জার্সিতে ফেরা হচ্ছে না নুরুল হাসান সোহানের। শ্রীলঙ্কা সফরের দলেও রাখা হয়নি তাকে। ঘরে বসে তাই সময় নষ্ট না করে ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে চলে গিয়েছিলেন। তাই গুঞ্জন চলতে থাকে জাতীয় দলের চেয়ে গ্লোবাল টি-টোয়েন্টিকে অগ্রাধিকার দিচ্ছেন তিনি। সোহান বলেছেন, ‘ফাঁকা ছিলাম বলে খেলেছি। একটা কথা পরিষ্কার করতে চাই-আমার প্রথম পছন্দ কখনোই গ্লোবাল টি-টোয়েন্টি ছিল না। অনেকে বলেন, আমি নাকি গ্লোবাল টি-টোয়েন্টি খেলবো বলেই জাতীয় দলে ছিলাম না। কথাটা একেবারেই সত্য নয়। আমি তখন চট্টগ্রামে জাতীয় দলের ক্যাম্পে ছিলাম, কিন্তু শ্রীলঙ্কা সিরিজের দলে ডাক পাইনি। ঘরে বসে থেকে সময় নষ্ট করার চেয়ে মনে করেছি গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলাটা ভালো হবে। জাতীয় দলই সবসময় আমার প্রথম প্রায়োরিটি। শুধু আমি না, সব ক্রিকেটারের ক্ষেত্রেই এটা সত্য। এই বিষয় নিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সঙ্গে আমার কোনও কথা হয়নি।’ বাংলাদেশের জার্সিতে সোহান সবশেষ খেলেছেন ২০২৩-এর সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। মিরপুরে সেই ম্যাচের পর ২৩ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটে আর খেলা হয়নি তার। তবু সোহান হতাশ নন। কাউকে প্রতিদ্বন্দ্বী না ভেবে নিজের কাজটা ঠিকমতো করে যেতে চান তিনি, ‘অবশ্যই বাংলাদেশ দলের হয়ে খেলাটা অনেক বড় গর্বের ব্যাপার। ছোট থেকেই স্বপ্ন দেখতাম, এখনও দেখছি। যদি সুযোগ পাই, তবে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করবো। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ রিজিকে যেটা লিখে রেখেছে, সেটাই হবে। অনেক কিছুই ম্যান টু ম্যান ভেরি করে। আমি কাউকে নিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখি না। যে ভালো খেলবে, সেই যাবে।’