এশিয়া কাপে টিকে থাকার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছে টাইগাররা। প্রথম ৬ ওভারে কোন উইকেট না হারিয়ে বাংলাদেশ ৫৯ নিয়ে ব্যাট করছিল বাংলাদেশ। দলের পক্ষে সাইফ হাসান ২৬ রানে আর তানজিদ হাসান ৩২ রানে ব্যাটিংয়ে ছিলেন। বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে একাদশে চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দলে ফিরেছেন তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও সাইফ হাসান। তাদের জায়গা করে দিতে বাদ পড়েছেন তানজিম সাকিব, শেখ মেহেদি, পারভেজ ইমন ও শরিফুল ইসলাম। এই ম্যাচে হারলেই এশিয়া কাপ থেকে ছিটকে যাবে বাংলাদেশ। জিতলে টিকে থাকবে। এ কারণেই মূলতঃ এই পরিবর্তন। টস জিতে বাংলাদেশ অধিনায়ক লিটন বলেন, ‘আমরাই প্রথমে ব্যাট করব। ছেলেরা সবাই দারুণ উচ্ছ্বসিত এই ম্যাচের জন্য, এটা আমাদের জন্য অবশ্যই জিততে হবে এমন একটি খেলা। উইকেটটা কিছুটা ধীর মনে হচ্ছে, ১৬০ রান ভালো টোটাল হবে। ব্যাটিংয়ের জন্য উইকেটটা মোটের ওপর ভালোই দেখাচ্ছে। আমাদের দলে চারটি পরিবর্তন এসেছেÑতাসকিন ফিরেছে। দলে তিনজন স্পিনার ও দুইজন পেসার রয়েছে।’ অন্যদিকে আফগান অধিনায়ক রশিদ খান বলেন, ‘আমরাও প্রথমে ব্যাট করতে চাইতাম, তবে টি-টোয়েন্টিতে সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। ছেলেরা তিন দিনের ভালো বিশ্রাম পেয়েছে, সঙ্গে দারুণ একটি প্র্যাকটিস সেশনও হয়েছে। আমাদের শক্তি হলো বোলিং ইউনিট, বিশেষ করে স্পিন বোলিং। তবে ইউনিট হিসেবে সবাইকে ভালোভাবে বোলিং করতে হবে এবং ধারাবাহিকভাবে সঠিক জায়গায় বল ফেলতে হবে। ইতিবাচক মানসিকতা নিয়েই আমাদের মাঠে নামতে হবে। শারীরিক অবস্থাও দারুণ লাগছে, খেলা উপভোগ করার জন্য মুখিয়ে আছি। হংকংয়ের বিপক্ষে যে একাদশ খেলেছিলাম, আজও সেই একই দল নিয়েই নামব। ' প্রথম দুই ম্যাচে ভালো ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে জিতলেও ব্যাটিং নিয়ে অসন্তুষ্টি ছিল। শ্রীলংকার বিপক্ষেও ব্যাটিংয়ের দৈন্যদশা দেখা গিয়েছিল। দুই ওপেনার কোনো রান না করে ফিরে গিয়ে দলকে চরম বিপর্যয়ে ফেলে দিয়ে গিয়েছিল। যে কারণে ওপেনিং জুটি নিয়ে বেশ সমালোচনা হচ্ছিল। বোলিংয়েও খুব বেশি প্রভাব বিস্তার করতে পারেনি বাংলাদেশের বোলাররা। যে কারণে বোলিং নিয়েও সমালোচনা ছিল। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে পরাজিত করে জয় দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করেছিল তারা। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরে হোঁচট খায় টাইগাররা।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

আফগানিস্তান একাদশ : রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকুল্লাহ অটল, ইবরাহিম জাদরান, গুলবাদিন নাইব, করিম জানাত, আজহমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান (অধিনায়ক), নুর আহমাদ, এএম গজনফার, ফজলহক ফারুকি।