আগামী ৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়া কাপর ক্রিকেট। আর ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ করেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি), তবে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া তাদের একটি প্রতিবেদনে সম্ভাব্য সূচি প্রকাশ করেছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এসিসি ১৭ দিনের একটি সম্ভাব্য সূচি প্রায় চূড়ান্ত করেছে। প্রাথমিক সূচি অনুযায়ী, বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচটি মাঠে গড়াবে ৭ সেপ্টেম্বর। একই সঙ্গে জানা গেছে, ভারতসহ টুর্নামেন্টে অংশ নেওয়া ছয় দেশই নিজ নিজ সরকারের কাছ থেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে আয়োজক দেশ হিসেবে ভারত থাকলেও রাজনৈতিক বাস্তবতায় এবারের আসর বসতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। টুর্নামেন্টে অংশ নেবে ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে গ্রুপ পর্ব ও সুপার ফোর ফরম্যাটে। এতে অন্তত দুটি ভারত-পাকিস্তান লড়াই দেখার সুযোগ পাবেন দর্শকরা। দ্বিতীয় লড়াইটি হওয়ার সম্ভাব্য দিন ১৪ সেপ্টেম্বর। এশিয়া কাপকে ঘিরে এরই মধ্যে শুরু হয়ে গেছে প্রচারণা। সম্প্রতি অফিসিয়াল ব্রডকাস্টার সনি একটি পোস্টার প্রকাশ করেছে। তবে কিছুদিন আগেও এই টুর্নামেন্ট ঘিরে ছিল অনিশ্চয়তা। ভারত-পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক রাজনৈতিক ও সীমান্ত উত্তেজনা সেই অনিশ্চয়তা আরও বাড়িয়ে দেয়। এমনকি পাকিস্তানের বিপক্ষে আইসিসি টুর্নামেন্টগুলোতেও না খেলার ইঙ্গিত দিয়েছিলেন ভারতের কিছু ক্রিকেটার।
ক্রিকেট
এশিয়া কাপ ক্রিকেট শুরু আগামী ৫ সেপ্টেম্বর
আগামী ৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়া কাপর ক্রিকেট। আর ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ করেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি), তবে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া তাদের