সরকারের পক্ষ থেকে ভারতীয় ক্রিকেট দলকে এশিয়া কাপে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেয়া হয়েছে। গতকাল ক্রীড়া মন্ত্রণালয়ের এক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ভারতীয় সরকার পাকিস্তানের সঙ্গে ক্রীড়াঙ্গনে কোনোভাবে দ্বিপাক্ষিক সিরিজ না খেলার নীতিতে অটল থাকার কথা জানিয়েছে। ক্রীড়া মন্ত্রণালায় গতকাল বলেছে, ভারতের কোনও দল পাকিস্তানে যাবে না কিংবা তারা কোনও দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তানি দলকে স্বাগত জানাবে না। তবে এই কড়াকড়ি বিশ্বকাপ কিংবা অলিম্পিকসের মতো বহুজাতিক টুর্নামেন্টে রাখছে না সরকার। কারণ এই ধরনের প্রতিযোগিতা আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধানে হয়ে থাকে। এই টুর্নামেন্টগুলো নিরপেক্ষ কিংবা তৃতীয় কোনও ভেন্যুতে হয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘একে অন্যের দেশে দ্বিপাক্ষিক ক্রীড়া ইভেন্ট প্রসঙ্গে বলা হচ্ছে, ভারতীয় দলগুলি পাকিস্তানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না। আমরা পাকিস্তানি দলগুলিকেও ভারতে খেলার অনুমতি দেবো না।’ আরও বলা হয়েছে, ‘ভারতে বা বিদেশে আন্তর্জাতিক এবং বহুপাক্ষিক ইভেন্টের ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে এবং আমাদের নিজস্ব ক্রীড়াবিদদের স্বার্থে চলি। সেই অনুযায়ী, ভারতীয় দল এবং তাদের খেলোয়াড়রা এমন আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ করবে যেখানে পাকিস্তানেরও দল বা খেলোয়াড়রা থাকবে। একইভাবে পাকিস্তানি খেলোয়াড় এবং দলগুলিও ভারত আয়োজিত বহুজাতিক ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে।’ ভারতে আন্তর্জাতিক ইভেন্টে পাকিস্তানি খেলোয়াড়রা যাতে নির্বিঘেœ অংশ নিতে পারেন, সেজন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হবে। আগামী ১৪ সেপ্টেম্বর গ্রুপ ম্যাচে দুই দল মুখোমুখি হবে। তারপর দুই দলের অগ্রগতির ভিত্তিতে ২১ সেপ্টেম্বর ও ২৯ সেপ্টেম্বরেও তাদের দেখা হতে পারে। ভারত ও পাকিস্তান ক্রিকেটে ২০১৩ সালের পর থেকে দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। তারপর থেকে দুই দেশের পুরুষ ও নারী ক্রিকেট দল বহুজাতিক টুর্নামেন্ট বা ইভেন্টে খেলছে।