আইসিসির তিন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে ইংল্যান্ড। পরের তিন টেস্ট ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৭, ২০২৯ ও ২০৩১ সালে। মূলত ২০২১ সাল থেকে টানা তিনটি আসর সফলভাবে সম্পন্ন করাতেই এই আয়োজনের দায়িত্ব তাদের ওপর রাখার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

অবশ্য একটা জল্পনা-কল্পনা ছিল যে ২০২৭ সাল থেকে ভেন্যু হিসেবে দায়িত্ব পেতে পারে ভারত। কিন্তু আইসিসি জানায়, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট (ইসিবি) বোর্ডের ধারাবাহিক সাফল্যেই ভবিষ্যৎ তিনটি আসরের জন্য ভেন্যু হিসেবে তাদের রাখার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। ইংলিশ গ্রীষ্মের শুরুতে জুন মাসের সময়টিকে আইসিসি এখনও ফাইনালের জন্য সবচেয়ে উপযুক্ত সময় হিসেবে বিবেচনা করে। এই উইন্ডো আইপিএল শেষ হওয়ার পর পর হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট সূচিতেও তুলনামূলভাবে খেলা কম থাকে।

এছাড়া, গত মাসে লর্ডসে দেখা গেছে যে, নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের ক্ষেত্রে ইংল্যান্ডের টিকিট বিক্রির দক্ষতা বিশ্ব ক্রিকেটে তুলনাহীন।

২০২৩ সালে ওভালে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়ের সময়েও একই চিত্র দেখা গিয়েছিল। এমনকি ২০২১ সালের উদ্বোধনী ফাইনালেও; যা হ্যাম্পশায়ার বোলে জীবাণু সুরক্ষিত পরিবেশে সীমিত দর্শকসংখ্যা নিয়ে অনুষ্ঠিত হয়। তখনও ইংল্যান্ড সফলভাবে ম্যাচটি আয়োজন করতে পেরেছিল।ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড বলেছেন, ‘ইংল্যান্ডকে পরবর্তী তিনটি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজনের দায়িত্ব দেওয়া হয়, এ নিয়ে আমরা ভীষণ আনন্দিত।