বিপিএলের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার ঠিক আগ মূহূর্তে একটি দুঃসংবাদ সঙ্গী হয়েছে ঢাকা ক্যাপিটালসের। দলটির সহকারী কোচ মাহবুব আলী জাকি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ম্যাচ শুরুর আগমুহূর্তে ক্রিকেটারদের নিয়ে গা গরম করছিলেন জাকি। অনুশীলন সেশন পরিচালনার সময় আচমকা অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই হাসপাতালে নেওয়া হলেও তাকে আর বাঁচানো যায়নি। প্রাথমিকভাবে জানা যায়, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। জাকির এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রীড়াঙ্গনে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন অনেকেই। বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান লিখেছেন, 'কোচ মাহবুব আলী জাকির মৃত্যুসংবাদ শুনে আমি গভীরভাবে শোকাহত ও দুঃখিত। আমি আমার পেশাদার ক্রিকেটের প্রথম দিন থেকেই তাকে চিনতাম এবং তার সঙ্গে কাটানো সুন্দর স্মৃতিগুলো আমার মনে আছে।
তার শেষ মুহূর্তও কেটেছে একটি ক্রিকেট মাঠে, তার সবচেয়ে প্রিয় কাজে। তার পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই।' বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা লিখেছেন, 'জাকি ভাই, জীবনে আপনার সঙ্গে বোলিং নিয়ে কতবার কথা বলেছি তার কোনো হিসাব নেই। বোলিংয়ের বায়োমেকানিক্স সম্ভবত বাংলাদেশে আপনিই সবচেয়ে ভালো বুঝতেন। আজ আপনি আপনার প্রিয় সেই মাঠ থেকেই বিদায় নিলেন। ওপারে ভালো থাকবেন ভাই। মহান আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন, আমিন...।' বর্তমানে বিগ ব্যাশে ব্যাস্ত থাকা রিশাদ হোসেন লিখেছেন, 'সুদূর অস্ট্রেলিয়াতে যখন শুনছি মাহবুব আলী জাকি স্যার আর আমাদের মাঝে নেই, অনেক কষ্ট অনুভব করছি। স্যারের সাথে আমাদের তৎকালীন অনূর্ধ্ব-১৯ দলের একটা আলাদা ভালোবাসার জায়গা ছিল। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন।' আরেক ক্রিকেটার শরিফুল ইসলাম লিখেছেন, 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবরটা শুনে এখনো বিশ্বাস করতে পারছি নাÑআপনি আর আমাদের মাঝে নেই মাহবুব আলী জ্যাকি স্যার। অনূর্ধ্ব-১৯ সময় থেকে আপনার হাত ধরেই আমাদের শেখা শুরু, এরপর বিশ্বকাপ জয়Ñপ্রতিটি মুহূর্তে আপনি পাশে ছিলেন অভিভাবকের মতো। ত পরশু দিনও প্র্যাকটিসে আমরা কত হাসি-আড্ডা করেছি, ভাবতেই বুকটা ভার হয়ে আসে। আল্লাহ তায়ালা আপনাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তৌফিক দিন। আমিন।' ঢাকা ক্যাপিটালসের ফ্র্যাঞ্চাইজি ও সিলেটের আল হারামাইন হাসপাতালের সূত্রে জানা যায়, মাহবুব আলী হার্ট অ্যাটাকের কারণে মারা গেছেন। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মাঠে অসুস্থ হওয়ার পর তাকে ঘিরে প্রথমে আতঙ্কের সৃষ্টি হয়। ঢাকা ক্যাপিটালস তখন সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় যে, অনুশীলনের সময় হঠাৎ অসুস্থ বোধ করায় মাহবুব আলী মাটিতে লুটিয়ে পড়েছেন। দ্রুততার সঙ্গে মাঠেই তাকে সিপিআর দেয়া হয় এবং অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।বাংলাদেশ ক্রিকেটে মাহবুব আলী জাকি একজন পরিচিত ও অভিজ্ঞ মুখ। পেসার হিসেবে জাতীয় দলের হয়ে খেলেছেন এবং ক্যারিয়ার শেষে কোচিংয়ে যুক্ত হন। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়া মাশরাফি-তাসকিন আহমেদদের মতো খেলোয়াড়দেরও কোচিং করেছেন তিনি। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের কোচিং প্যানেলেও ছিলেন জাকি। বিপিএলের এই দ্বিতীয় দিনে ঢাকার দলের জন্য দুঃসংবাদটি ছিল বড় ধাক্কা। ক্রিকেট উৎসবের মাঝেই দেশের একজন প্রিয় কোচের আকস্মিক মৃত্যু সমগ্র ক্রিকেট মহলে শোকের সৃষ্টি করেছে। ঢাকা ক্যাপিটালস শোকবার্তায় জানায়, মাহবুব আলী জাকির অকাল প্রয়াণে দল গভীরভাবে মর্মাহত। তার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়। পাশাপাশি, ঢাকা ক্যাপিটালস ঘোষণা করেছে যে, জাকির মৃত্যুতে তার পরিবার ও সন্তানদের সব ধরনের খরচ বহন করবে ফ্র্যাঞ্চাইজি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বিপিএলের অন্য ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্সও শোক প্রকাশ করেছে।