ইংল্যান্ড সফরের চতুর্থ টেস্টে শেষরক্ষা হয়েছে ভারতের। ওল্ড ট্রাফোর্ডে চার ব্যাটারের প্রতিরোধে জয়ের সমান এক ড্র পেয়েছে ভারত। ওভালে গড়াবে পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি। এ ম্যাচ দিয়েই নির্ধারণ হবে সিরিজ। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে ওয়ার্কলোডের ভাবনা পাশে রেখে বুমরা খেলবেন কি না, সে বিষয়ে নিশ্চিত করলেন না ভারত কোচ ও অধিনায়ক। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। সিরিজ অন্তত ড্র করতে চাইলে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই ভারতের। হেডিংলিতে হার দিয়ে সিরিজ শুরু করে সফরকারীরা। এজবাস্টনে জিতে ফেরে সমতায়। লর্ডসে রোমাঞ্চ ছড়িয়েও শেষ পর্যন্ত হার দেখে শুবমান গিলরা। আর ম্যানচেস্টারে হলো ড্র। চতুর্থ ম্যাচের দ্বিতীয় ইনিংসে লোকেশ রাহুল, গিল, ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজার দুর্দান্ত প্রতিরোধে ইংল্যান্ডকে আটকে দেয় ভারত।

সিরিজ শুরুর আগে জানা যায়, ওয়ার্কলোডের কারণে তিনটি ম্যাচে খেলবেন ভারতের ডানহাতি পেসার বুমরা। সেই তিনটি টেস্টে ইতিমধ্যে খেলে ফেলেছেন এ ৩১ বছর বয়সী তারকা। তবে এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে দলের স্বার্থে তিনি খেলবেন কি না, সে প্রশ্ন ক্রিকেটপ্রেমিদের মনে। এ প্রসঙ্গে রোববার ম্যাচের পর ভারত কোচ গৌতম গম্ভীর বলেন, ‘আমাদের সব ফাস্ট বোলারই ফিট আছে। চোট নিয়ে কোনো দুর্ভাবনা নেই।