চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখালেন তানজিদ হাসান তামিম। দুর্ভাগ্যবশত সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে গেলেও দলকে জয়ের দেখা দিতে পারেননি তিনি। তবে নিজের ব্যাটে গড়ে ফেলেছেন দেশের নতুন এক রেকর্ড।
মাত্র ৪২ ইনিংসেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক হাজার রান পূর্ণ করেছেন এই তরুণ বাঁহাতি ওপেনার। বাংলাদেশের হয়ে সবচেয়ে কম ইনিংসে এই মাইলফলক ছোঁয়ার কীর্তি এখন তার দখলে।
এর আগে এই রেকর্ডটি ছিল তাওহিদ হৃদয়ের, যিনি ৪৫ ইনিংসে করেছিলেন এক হাজার রান। তিন ইনিংস আগেই সেই অর্জনকে ছাড়িয়ে গেলেন ২৪ বছর বয়সী তানজিদ।
চট্টগ্রামের মাটিতে তানজিদের ব্যাট থেকে আসে ৬২ বলে ৮৯ রান, যার মধ্যে ছিল ৯টি চার ও ৪টি ছক্কা। শেষ ওভারে আউট হয়ে তিনি সেঞ্চুরির স্বপ্নে ভাটা ফেললেও, ম্যাচটিতে নিজের ক্যারিয়ারের সেরা ইনিংস উপহার দেন।
তবে তার এই ইনিংসও দলকে রক্ষা করতে পারেনি হোয়াইটওয়াশের হাত থেকে। পাঁচ উইকেটের জয় নিয়ে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
বিশ্ব ক্রিকেটে সবচেয়ে কম ইনিংসে এক হাজার রান করার রেকর্ড এখনো ইংল্যান্ডের দাভিদ মালানের দখলে—তিনি করেছিলেন মাত্র ২৪ ইনিংসে।
ম্যাচের শুরুতে কিছুটা ভাগ্যও সহায় ছিল তানজিদের পাশে—দুইবার ক্যাচ থেকে রক্ষা পান এবং একবার রিভিউ নিয়েও বেঁচে যান। এরপর নিজের ছন্দে ফিরে খেলতে থাকেন একের পর এক দারুণ শট।
৩৭ বলে দশম টি-টোয়েন্টি ফিফটি পূর্ণ করেন তিনি। সর্বশেষ ১২ ইনিংসে এটি তার পঞ্চম অর্ধশতক এবং টানা দ্বিতীয়টি।