প্রিমিয়ার ক্রিকেট লিগে ১০৩ রানের বড় জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। দলটি হারিয়েছে অগ্রণী ব্যাংককে। দলের পক্ষে সেঞ্চুরিসহ ১৫৩ রান করে দলকে জয়ী করে সৌম্য সরকার। আগে ব্যাটিং করে তারা ৩৩৩ রান করে রূপগঞ্জ। এই বড় সংগ্রহে ১৫৩ রান করে জয়ের নায়ক সৌম্য সরকার। ৩৩৪ রানের লক্ষ্যে খেলতে নেমে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ২৩০ রানে আউট হয়। তাতেই বড় জয় পায় রূপগঞ্জ। বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় রূপগঞ্জ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান মিলে ৮১ রানের জুটি গড়েন। ৩৩ বলে ৪৩ রান করে জুনিয়র তামিম আউট হন। স্কোরবোর্ডে আরও ১৪ রান যোগ হওয়ার পর সাইফও (৪৩) ফেরেন সাজঘরে। তৃতীয় উইকেটে মেহেদী মারুফকে নিয়ে সৌম্য গড়েন ৭৭ রানের জুটি। মারুফ ৪৯ বলে ২৪ রান করে আউট হলে জুটি ভাঙে তাদের। এরপর আফিফ হোসেন ধ্রুবকে নিয়ে ১৬১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে সৌম্য রূপগঞ্জের স্কোরকে নিয়ে যান ৩৩৩ রানে। আফিফ ৪৫ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে চলমান ঢাকা লিগের প্রথম সেঞ্চুরি তুলে নেন সৌম্য, খেলেন দেড়শ ছাড়ানো ইনিংস। ১১২ বলে ১৭ চার ও ৬ ছক্কায় তার ইনিংস সাজানো ছিল। অগ্রণী ব্যাংকের বোলারদের মধ্যে শুভাগত হোম, আরিফ আহমেদ ও জাহিদ জাবেদ একটি করে উইকেট নিয়েছেন। ৩৩৪ রানের লক্ষ্যে খেলতে নেমে রূপগঞ্জের বোলারদের রোষানলে পড়েন অগ্রণী ব্যাংকের ব্যাটাররা। মার্শাল আইয়ুব ছাড়া অগ্রণী ব্যাংকের কেউই প্রতিরোধ গড়তে পারেননি। আইয়ুব খেলেন সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস। এছাড়া শুভগত হোমের ব্যাট থেকে আসে ৩৯ রানের ইনিংস। ব্যাটারদের ব্যর্থতায় অগ্রণী ব্যাংক ৪৩.১ ওভারে ২৩০ রানে অলআউট হয়। রূপগঞ্জের বোলারদের মধ্যে সাইফ হাসান সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেছেন। স্বাধীন ইসলাম, টিপু সুলতান ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান প্রত্যেকে দুটি করে উইকেট শিকার করেন।
ক্রিকেট
সেঞ্চুরি করে রূপগঞ্জকে জেতালেন সৌম্য
প্রিমিয়ার ক্রিকেট লিগে ১০৩ রানের বড় জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। দলটি হারিয়েছে অগ্রণী ব্যাংককে। দলের পক্ষে সেঞ্চুরিসহ ১৫৩ রান করে দলকে জয়ী করে সৌম্য সরকার।