বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের সুযোগ জিম্বাবুয়ের সামনে। প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা। সিলেটে বাংলাদেশকে হারানোর পর চট্টগ্রামে শেষ হাসি হাসতে চায় তারা। কিন্তু সিরিজ জয়ের চিন্তা করে চাপকে আমন্ত্রণ করতে চায় না সফরকারীরা। বরং নিজেদের পরিকল্পনায় অটল থাকতে চায় আফ্রিকান দেশটি। গতকাল ম্যাচের আগের সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন বলেছেন, ‘আমি মনে করি টেস্ট জয়ের জন্য যে প্রক্রিয়া, সেটা বোঝা সত্যিই গুরুত্বপূর্ণ। আমরা ১-০ তে এগিয়ে আছি এবং সিরিজ জিততে হবে, এটা ভেবে বাড়তি চাপ নেওয়ার কোনও দরকার নেই।’ তিনি আরও বললেন, ‘আমাদের উচিত পুরো ব্যাপারটিকে ছোট ছোট ধাপে ভাগ করে নেওয়া এবং নিজেদের প্রক্রিয়া ও পরিকল্পনায় অটল থাকতে হবে। যতটা সম্ভব দীর্ঘ সময় ধরে সেটা করতে পারলেই নিজেদের জন্য সেরা সুযোগ তৈরি হবে। ফলাফল নিয়ে আগেভাগে ভাবা যাবে না।’ সিলেটে বাংলাদেশকে হারানোয় জিম্বাবুয়ের ক্যাম্পে অন্যরকম আবহ চলছে। আরভিন বললেন, ‘সিলেটে জয় আমাদের মধ্যে ভালো আবহ, ভালো পরিবেশ এবং বিশ্বাস তৈরি করেছে। এই মুহূর্তে এখানে ভালো লাগছে। আমরা আবারও একই কাজ করতে চাই যেন টেস্ট জিততে পারি।’ আরভিন মনে করে একাদশ সাজাতে কন্ডিশন দেখেই সিদ্ধান্ত নেবেন তারা, ‘নেটে বল কিছুটা ধীরগতির মনে হয়েছে। সম্ভবত ম্যাচ যত এগোবে, স্পিন আরও বেশি প্রভাব ফেলতে পারে। তবে আবারও বলছি, কন্ডিশন বুঝে নেওয়া এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াটাই এখন সবচেয়ে জরুরি। আমরা চেষ্টা করব কন্ডিশন যতটা ভালোভাবে মূল্যায়ন করা যায়, যাতে টেস্ট ম্যাচ জয়ের সম্ভাবনা বাড়ে।’ দেরি করেই কেন সিদ্ধান্ত নিচ্ছেন, সেটার ব্যাখ্যাও দেন আরভিন, ‘যেমনটা বলেছি, কন্ডিশন মূল্যায়ন করাই মূল বিষয়। আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য যতটা সম্ভব দেরি করতে চাই, যাতে বোঝা যায় কোন কম্বিনেশন আমাদের জন্য সবচেয়ে ভালো হবে।’