এবার বিপিএল নিলাম দেখেননি বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস। নিলামে ৭৫ লাখে দল পেয়েছেন বলে জানতেন তিনি। কিন্তু সংবাদ সম্মেলনে এসে জানলেন তিনি পাচ্ছেন ৭০ লাখ। লিটন জানান, আমি নিলাম দেখিনি। কারণ জিমে ব্যস্ত ছিলাম। আমার কাছে মনে হয়েছে, জিম করাটা গুরুত্বপূর্ণ ছিল ওই সময়ে। অবশ্যই, পরবর্তীতে যদি আবার সুযোগটা হয়, দেখব। গতকাল সংবাদ সম্মেলনে বিপিএল নিলামের টাকার অঙ্ক নিয়ে লিটনের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল আয়াল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে সংবাদ সম্মেলনে। বিপিএল নিয়ে প্রশ্ন করা হচ্ছিল লিটন কুমার দাসকে। ‘৭০ লাখ টাকায় রংপুর রাইডার্সে আপনাকে নেয়া হয়েছে...’, প্রশ্নের এটুকু শুনে চমকে গেলেন তিনি। কৌতূহলী চোখে তার জিজ্ঞাসা, ‘৭৫ লাখ না...?’ তাকে ৭০ লাখ বলার পর আবার জিজ্ঞেস করলেন, ‘৭০ না ৭৫...?’ এবারও ৭০ শোনার পর চওড়া হাসিতে মজা করে বললেন, ‘৫ লাখ বাড়িয়ে দিন, সমস্যা নেই...।’ গত রোববার নিলামের ‘এ’ ক্যাটাগরিতে তিনি ছিলেন মোহাম্মদ নাঈম শেখের সঙ্গে। ১ কোটি ১০ লাখ টাকায় দল পেয়ে নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার হন নাঈম। জাতীয় দলের অধিনায়ক হয়েও লিটনের দর ওঠে ৭০ লাখ পর্যন্ত। লিটন নিজে যদিও জানতেন, অঙ্কটা ৭৫ লাখ। সেই ভুল তার ভাঙল দুই দিন পর এই সংবাদ সম্মেলনে। এটা নিয়ে বেশ এক চোট মজাও করলেন তিনি। পরে অবশ্য বললেন, নিজের নিয়ন্ত্রণের বাইরে থাকা কিছু নিয়ে আক্ষেপ নেই তার। ‘নিলাম ভালো, তবে দেখিনি আমি। কারণ জিমে ব্যস্ত ছিলাম। আমার কাছে মনে হয়েছে, জিম করাটা গুরুত্বপূর্ণ ছিল ওই সময়ে। অবশ্যই, পরবর্তীতে যদি আবার সুযোগটা হয়, দেখব। ‘কিন্তু...দেখুন, সেটা আমার নিয়ন্ত্রণে নেই। আমার নিয়ন্ত্রণে যে জিনিসগুলো আছে, আমি সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব।
আমি ঈশ্বরে বিশ্বাস করি। যদি কখনও তিনি চান যে আমাকে বেশি টাকা দেবেন, তিনি এনে দেবেন। উনার মনে হয়েছে যে ৭০ লাখ যথেষ্ট, কাজেই যথেষ্টই।’ আবার তাকে জিজ্ঞেস করা হলো, ‘৭০ লাখ পেয়ে আক্ষেপ নেই?’ তার উত্তরও আগের মতোই, ‘বললাম না, আমি ঈশ্বরে বিশ্বাস করি! যেটা আছে, আমি সেটা নিয়েই খুশি।’