তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমের সঙ্গে সম্পর্ক নিয়ে এবার কথা বলেছেন সাকিব আল রহাসান। দেশের ক্রিকেট থেকে দূরে আছেন সাকিব আল হাসান। ফ্র্যাঞ্চাইজি লিগে মাঝে মধ্যে দেখা যায় টাইগার অলরাউন্ডারকে। যুক্তরাষ্ট্রে তেমনি একটি লিগের অনুষ্ঠানে রাতে উপস্থিত ছিলেন সাকিব। সেই অনুষ্ঠানে তামিমের সঙ্গে সম্পর্ক নিয়ে সাকিব বলেছেন, ‘অনূর্ধ্ব-১৯ থেকে আমি তামিম আর মুশফিক ভাইর সঙ্গেও খেলেছি। আমরা ২০-২৫ বছর ক্রিকেট খেলেছি। আমরা অনেক ঘনিষ্ঠ। সেদিক থেকে আমি বলবো আমরা ক্রিকেটে সবচেয়ে বেশি সময় একসঙ্গে কাটিয়েছি। তারাও আমার ভালো বন্ধু।’ এক মন্তব্যে তিনি আরো জানিয়েছেন, বেস্ট ফ্রেন্ড বলে কিছুই নেই, ‘কাউকে আপনার বেস্ট ফ্রেন্ড বানানো কঠিন। ক্রিকেটের বাইরে আপনার বেস্ট ফ্রেন্ড বানানো উচিত। ক্রিকেটে আমার অনেক ভালো বন্ধু আছে। কিন্তু ক্রিকেটের বাইরে আমার এমন বিশ্বস্ত বন্ধু কমই আছে যাদের বিশ্বাস করতে পারি। এই বয়সে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, তা হচ্ছে বেস্ট ফ্রেন্ড বলে কিছু নেই। যে বন্ধুকে আপনি বিশ্বাস করতে পারেন, সেই আপনার বেস্ট ফ্রেন্ড।’একই অনুষ্ঠানে অবশ্য নিজের দ্বিতীয় ‘বেস্ট ফ্রেন্ড’ হিসেবে রুবেলের নাম নিয়েছেন সাকিব, ‘তাদের সবার সঙ্গেই আমার সম্পর্ক খুব ভালো। তবে আমি সম্ভবত রুবেল হোসেনের নাম বলবো। আমাদের দারুণ সময় কেটেছে। ক্রিকেটের বাইরে আমি, রুবেল, তাসকিন- আমরা অনেক মজা করে সময় পার করেছি। আমি রুবেলের কথা বলবো, তাসকিনও আছে।’ কিছুদিন আগে অবশ্য বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সাকিবকে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রীড়াবিদ উল্লেখ করেছিলেন, ‘সাকিবের সঙ্গে আমার সম্পর্ক সবসময়ই ইতিবাচক ছিল। অনেকেই বলে আমরা দুজন তারকা, তাই দ্বন্দ্ব হয়েছে। আমি সেটা মনে করি না। এটা তো তখনই হতো যদি আমি নিজেকে সেরা দাবি করতাম। বরং আমি তো বলছি, সাকিবই বাংলাদেশের সেরা।’ নিজেদের সম্পর্ক নিয়ে তামিম বলেছিলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব বিভ্রান্তিকর জিনিস দেখা যায়, তা নোংরামি। বাস্তবে সাকিব ও তামিম একে অপরের প্রতি সম্মান রেখেই চলেন। খেলোয়াড় সাকিব আমার কাছে অনেক বড়। অন্য কোনও মতামত দেয়ারও প্রয়োজন নেই, নেয়ারও দরকার নেই।’
ক্রিকেট
তামিম-মুশফিক আমার ভালো বন্ধু-সাকিব
তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমের সঙ্গে সম্পর্ক নিয়ে এবার কথা বলেছেন সাকিব আল রহাসান। দেশের ক্রিকেট থেকে দূরে আছেন সাকিব আল হাসান।