ভারত-পাকিস্তান ম্যাচে আগের মতো দ্বৈরথ না দেখে গেলেও, ম্যাচ নিয়ে মাঠের বাইরের উত্তেজনা থাকে চরমে। বিতর্ক থেকে রেকর্ড, সবই দেখা যায় চিরপ্রতিদ্বন্দ্বী দু’দেশের মধ্যকার ম্যাচে। সম্প্রতি এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ছেলেদের ম্যাচে দেখা গেছে নানা বিতর্ক। এবার চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে গত ৫ই অক্টোবর দু’দেশের মধ্যকার ম্যাচের একটি রেকর্ডের কথা জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে এখন সবচেয়ে বেশি দেখা ম্যাচ এটিই। এক বিবৃতিতে বৃহস্পতিবার আইসিসি জানায়, শুধু ভারত-পাকিস্তানের ম্যাচটিই নয়, বিশ্বকাপের লীগ পর্বে প্রথম ভাগে ডিজিটাল ও লিনিয়ার (টিভি, স্যাটেলাইট) দুই মাধ্যমেই রেকর্ড গড়েছে দর্শকসংখ্যা। টিভি পর্দার দর্শক হিসেবে নারী বিশ্বকাপের লীগ পর্বের সর্বাধিক রেটিং পাওয়া ম্যাচও ভারত-পাকিস্তান ম্যাচটি। সেদিন ডিজিটাল মাধ্যমে ২ কোটি ৮৪ লাখ মানুষ ম্যাচটি দেখেন এবং সেটি দেখা হয়েছে মোট ১৮৭ কোটি মিনিট। ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়াও, ইতিমধ্যে নজির গড়েছে চলমান মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। আসরের প্রথম ১১টি ম্যাচ দেখেছে ৭ কোটি ২০ লাখ দর্শক। এর মধ্যে উল্লেখযোগ্য ভারত-শ্রীলঙ্কা, পাকিস্তান-দক্ষিণ-আফ্রিকার ম্যাচ। আইসিসির তথ্যমতে, এটি আগের আসরের তুলনায় ১৬৬ শতাংশ বেশি। এমনকি এর ওয়াচটাইম বা দেখার সময় ৩২৭ শতাংশ বেড়ে ৬৩০ কোটি মিনিটে দাঁড়িয়েছে! আইসিসি নিজেদের বিবৃতিতে বলে, ‘আইসিসি ও জিওহটস্টারের যৌথভাবে প্রকাশিত তথ্য অনুযায়ী, টুর্নামেন্টের প্রথম ১৩ ম্যাচে ইতিমধ্যেই ভিউসংখ্যা ৬ কোটির বেশি দর্শকের কাছে পৌঁছেছে। ২০২২ আসরের তুলনায় এটি পাঁচ গুণ বেশি। মোট দেখার সময় (ওয়াচটাইম) বেড়ে দাঁড়িয়েছে ৭০০ কোটি মিনিট, যা আগের আসরের তুলনায় ১২ গুণ বেশি।’
ক্রিকেট
ভারত-পাকিস্তান ম্যাচে মাঠের বাইরের নতুন রেকর্ড
ভারত-পাকিস্তান ম্যাচে আগের মতো দ্বৈরথ না দেখে গেলেও, ম্যাচ নিয়ে মাঠের বাইরের উত্তেজনা থাকে চরমে। বিতর্ক থেকে রেকর্ড, সবই দেখা যায় চিরপ্রতিদ্বন্দ্বী দু’দেশের মধ্যকার ম্যাচে। সম্প্রতি এশিয়া কাপে ভারত-পাকিস্তানের
Printed Edition