ভারতীয় তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন এবার ঘরোয়া ক্রিকেটে শাস্তি পেয়েছেন। তামিলনাড়ু প্রিমিয়ার লিগের (টিএনপিএল) এক ম্যাচে বাজে আচরণের কারণে অশ্বিনের ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। টিএনপিএলের এক কর্মকর্তা গত সোমবার ক্রিকবাজকে বলেন, ‘ম্যাচ শেষে ম্যাচ রেফারি এক শুনানি পরিচালনা করেছেন। আম্পায়ারের প্রতি বাজে আচরণের কারণে অশ্বিনের ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। ক্রিকেটীয় সামগ্রীর অপব্যবহারের কারণে জরিমানা হয়েছে ২০ শতাংশ। সে তার শাস্তি মেনে নিয়েছে।’ অশ্বিনের সঙ্গে তৎক্ষণাৎ যোগাযোগ করে কোনো মন্তব্য জানা যায়নি।যে ম্যাচে বাজে আচরণের কারণে অশ্বিন কড়া শাস্তি পেয়েছেন, ম্যাচটি হয়েছে রোববার রাতে কোয়ামবাটোরের শ্রী রামকৃষ্ণ কলেজ অব আর্টস এন্ড সায়েন্স ক্রিকেট গ্রাউন্ডে। সেই ম্যাচে মুখোমুখি দিন্দিগুল ড্রাগনসের প্রতিপক্ষ আইড্রিম ত্রিপ্পুর ত্রামিজানস। টুর্নামেন্টে দিন্দিগুলকে নেতৃত্ব দিচ্ছেন অশ্বিন। ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলে তাঁকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ত্রিপ্পুরের সাই কিশোর। মাঠের আম্পায়ার আউট ঘোষণা দেয়ায় তৎক্ষণাৎ আম্পায়ারের প্রতি ক্ষোভ ঝারেন অশ্বিন। ভারতীয় তারকা ক্রিকেটারের হতাশা এখানেই থেমে থাকেননি। নিজের প্যাডে ব্যাট দিয়ে আঘাত করেছেন। রাগে-ক্ষোভে গ্লাভস ছুড়ে ফেলেন। সামাজিক মাধ্যমে এই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে।