তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ।

শনিবার (১১ অক্টোবর) আবুধাবির শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে ম্যাচটি।

সিরিজের প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে পরাজিত হওয়ায় সিরিজে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।

বাংলাদেশের প্রধান উদ্বেগ এখন ব্যাটিং ব্যর্থতা। প্রথম ওয়ানডেতে দলীয় ব্যাটারদের ধারাবাহিকতা না থাকায় প্রত্যাশিত রান তুলতে পারেনি বাংলাদেশ।

জুটি গড়তে না পারা ছিল ব্যর্থতার মূল কারণ। পুরো ইনিংসে কেবল একটি বড় জুটি দেখা যায়—তাওহিদ হৃদয় ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের তৃতীয় উইকেট জুটি, যা ছিল ১৪১ বলে ১০১ রান।

এর বাইরে দ্বিতীয় সর্বোচ্চ জুটি আসে মাত্র ২৮ রানের, হৃদয় ও সাইফ হাসানের মধ্যে ৪০ বলে। এমন ব্যর্থতায় ইনিংসটি প্রত্যাশিত উচ্চতায় পৌঁছাতে পারেনি দল।

প্রথম ম্যাচ শেষে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, “শেষদিকে কোনো গুরুত্বপূর্ণ জুটি গড়ে উঠেনি, সেটাই আমাদের পরাজয়ের মূল কারণ।

উইকেটে কিছুটা টার্ন ছিল, ব্যাট করা সহজ ছিল না। যদি ২৬০ রানের বেশি করতে পারতাম, তাহলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত।”

তিনি আরও উল্লেখ করেন, “আমাদের বোলাররা ভালো করেছে, কিন্তু তাদের হাতে যথেষ্ট রান তুলে দিতে পারিনি। এই জায়গায় আরও উন্নতি দরকার।”

সিরিজে টিকে থাকতে হলে আজকের ম্যাচে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—সব বিভাগেই উন্নতি ঘটাতে হবে বাংলাদেশ দলকে। ভুলত্রুটি কাটিয়ে জয় তুলে নেওয়াই এখন মিরাজদের একমাত্র লক্ষ্য।