ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান মানেই উত্তেজনার তুফান। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের ম্যাচ ঘিরে গোটা বিশ্বজুড়েই থাকে অন্যরকম আগ্রহ। তবে এবার সেই উত্তেজনার আগেই বিতর্ক তৈরি হয়েছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস লিগের সেমি-ফাইনাল ম্যাচকে ঘিরে। আজ সেমি-ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তানের। কিন্তু মাঠে ম্যাচ গড়ানোর আগেই সরে দাঁড়িয়েছে ম্যাচটির প্রধান স্পন্সর কোম্পানি ইজমাইট্রিপ(EaseMyTrip)। কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা নিশান্ত পিট্টি এক্স (সাবেক টুইটার)-এ দেয়া এক বিবৃতিতে জানান, “ভারত বনাম পাকিস্তান ম্যাচে আমরা কোনোভাবেই যুক্ত থাকছি না। কিছু জিনিস খেলাধুলার চেয়েও বড় প্রথমে দেশপ্রেম, তারপর ব্যবসা।” তিনি আরও লেখেন, “ভারতীয় দল অসাধারণ পারফরম্যান্স করেছে, তাদের আমরা অভিনন্দন জানাই। তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শুধু একটি খেলা নয়। ক্রিকেট আর সন্ত্রাস একসাথে চলতে পারে না।” ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ বহুদিন ধরেই বন্ধ রয়েছে রাজনৈতিক বৈরিতার কারণে। শুধু আইসিসি বা মাল্টি-ন্যাশনাল টুর্নামেন্টেই এই দুই দল একে অপরের মুখোমুখি হয়। এই বছরের শুরুতে গ্রুপ পর্বেও পাকিস্তানের বিপক্ষে খেলা বয়কট করেছিল ভারতীয় দল। এবার সেমি-ফাইনাল নিয়েও শুরু হলো নতুন বিতর্ক। সম্প্রতি ভারতের সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ মনোজ তিওয়ারি মন্তব্য করেন, “পেহেলগাম হামলার পর ভারত-পাকিস্তান ম্যাচ কোনোভাবেই হওয়া উচিত নয়।” তিনি বলেন, এশিয়া কাপে দুই দেশের মুখোমুখি হওয়া অনুচিত। উল্লেখ্য, আগামী ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপের গ্রুপ ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার কথা পাকিস্তানের।
ক্রিকেট
ভারত-পাকিস্তানের সেমি-ফাইনাল থেকে সরে দাঁড়াল স্পন্সর কোম্পানি
ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান মানেই উত্তেজনার তুফান। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের ম্যাচ ঘিরে গোটা বিশ্বজুড়েই থাকে অন্যরকম আগ্রহ। তবে এবার সেই উত্তেজনার আগেই বিতর্ক তৈরি হয়েছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস
Printed Edition
