আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে দ্রুততম পাঁচ উইকেটের বিশ্বরেকর্ড গড়েছেন ফিনল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত পেসার মহেশ তাম্বে। এস্তোনিয়ার রাজধানী তালিনে সিরিজের তৃতীয় ম্যাচে মাত্র ৮ বলে হ্যাটট্রিকসহ ৫ উইকেটের কীর্তি করেছেন ৩৯ বর্ষী তাম্বে। তাতে প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১৪১ রানে শেষ হয় এস্তোনিয়ার ইনিংস। জবাবে ৫ উইকেটের সহজ জয় তুলে নেয় ফিনল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ফিনিশরা। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ৫ উইকেট নিয়েছিলেন বাহরিনের জুনেইদ আজিজ। ২০২২ সালে জার্মানির বিরুদ্ধে ১০ বলে সেই কীর্তি করেছিলেন তিনি। হ্যাটট্রিক-সহ পাঁচ উইকেট নিয়ে তিন বছর আগের সেই রেকর্ড ভেঙে দিয়েছেন তাম্বে। ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১১ বলে ৫ উইকেট নিয়েছিলেন আফগানিস্তানের রশিদ খান। এস্তোনিয়ার ইনিংসের ১৭তম ওভারে তাম্বের হাতে বল তুলে দেন ফিনল্যান্ড অধিনায়ক আমজাদ শের। প্রথম ওভারের তৃতীয়, চতুর্থ এবং ষষ্ঠ বলে প্রতিপক্ষের তিন ব্যাটারকে ডাগআউটে ফেরান এই মিডিয়াম পেসার। পরে ১৯তম ওভারে এসে প্রথম দু'বলে আরও দু'টি উইকেট তুলে নেন তাম্বে। তাতে হ্যাটট্রিক সম্পূর্ণ করে সবচেয়ে কম বলে বা দ্রুততম পাঁচ উইকেটের নজির কব্জা করেন ফিনিশ পেসার। স্পেলের প্রথম ৮ বলে তিনি আউট করেন স্টেফান গুচ, সাহিল চৌহান, মহম্মদ উসমান, রূপম বড়ুয়া ও প্রণয় ঘিওয়ালাকে। ২ ওভারের স্পেলে ১৯ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। তাঁর দাপটেই ভাল জায়গা থেকে ১৪১ রানে শেষ হয়ে যায় এস্তোনিয়া। পরে অরবিন্দ মোহনের ৬০ বলে ৬৭ রানের সৌজন্যে ১১ বল বাকি থাকতেই ৫ উইকেটে ম্যাচ জেতে ফিনল্যান্ড।
ক্রিকেট
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মহেশ তাম্বের বিশ্বরেকর্ড
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে দ্রুততম পাঁচ উইকেটের বিশ্বরেকর্ড গড়েছেন ফিনল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত পেসার মহেশ তাম্বে। এস্তোনিয়ার রাজধানী তালিনে সিরিজের তৃতীয় ম্যাচে মাত্র ৮ বলে হ্যাটট্রিকসহ ৫ উইকেটের কীর্তি করেছেন ৩৯ বর্ষী তাম্বে। তাতে প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১৪১ রানে শেষ হয় এস্তোনিয়ার ইনিংস।