ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা করায় যোগী প্যাটেল নামের এক ভারতীয নাগরিককে ৪ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন শ্রীলঙ্কার আদালত। পাশাপাশি তাকে আর্থিক জরিমানাও করা হয়েছে। দীর্ঘদিন ধরে শ্রীলঙ্কায় ব্যবসার সূত্রে থাকতেন যোগী। ২০২৪ সালে শ্রীলঙ্কার ক্যান্ডিতে লিজেন্ডস লিগ টি২০ প্রতিযোগিতা হয়। সেই সময় তিনি ম্যাচ পাতানোর চেষ্টা করেছিলেন বলে প্রমাণিত হয়েছে আদালতে। সেই কারণে শ্রীলঙ্কার মাটালে শহরের একটি আদালত যোগীকে চার বছরের সশ্রম কারাদন্ডের সাজা দিয়েছে। যোগীর বিরুদ্ধে অভিযোগ করেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক উপুল থারঙ্গা। তার মাধ্যমে ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করে যোগী ম্যাচ পাতানোর চেষ্টা করেন বলে অভিযোগ। সেই অভিযোগের পর গত বছর মার্চ মাসে যোগীকে গ্রেফতার করে আদালত। তবে মে মাসে কঠোর শর্তে জামিনে মুক্তি পান। ভ্রমণ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশ ত্যাগ করেন তিনি। তার আইনজীবীরা দাবি করেছেন, মৃত্যুর হুমকি পাওয়ার কারণে দেশ ছেড়েছিলেন যোগী। বিচারক পুলিশের গোয়েন্দা বিভাগকে ইন্টারপোল ওয়ারেন্টের জন্য আবেদন করার নির্দেশ দেন। তার অনুপস্থিতিতে বিচার করা হয এবং তাকে ম্যাচ ফিক্সিংয়ে যুক্ত থাকার জন্য ৪ বছরের সশ্রম কারাদ- এবং ৮৫ মিলিয়ন শ্রীলঙ্কান রুপি জরিমানা করা হয়।