একটা সময় বিরাট কোহলি থেকেও রানে এগিয়ে ছিলেন তার সতীর্থ তন্ময় শ্রীবাস্তব। কিন্তু সময়ের ব্যবধানে দুজনের পথ এখন গেছে বেঁকে। ক্রিকেট ক্যারিয়ারে কোহলি তরতরিয়ে এগিয়েছেন চূড়ায়, জায়গা করে নিয়েছেন ইতিহাসে। আর তন্ময় উল্টো পথের যাত্রী হয়ে গেছেন হারিয়ে যাওয়া নাম। তবে ভিন্ন ভূমিকায় ফের মিলিত হতে যাচ্ছেন দুজনে। ৩৫ পেরুনো তন্ময় এখন আইপিএলে করবেন আম্পায়ারিং। ২০০৮ সালে কোহলির নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছিল ভারত। যুব বিশ্বকাপজয়ী ওই দলে কোহলি, রবীন্দ্র জাদেজা, মনীষ পান্ডেদের সতীর্থ ছিলেন তন্ময় শ্রীবাস্তব। যেখানে তিনি ৬ ম্যাচে ৫২.৪০ গড়ে ২৬২ রান সংগ্রহ করেন, যা টুর্নামেন্টের সর্বোচ্চ। এমনকি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালেও দলের সর্বোচ্চ রান করেন তন্ময়। ১৫৯ রানের মধ্যে তন্ময় করেন ৪৬, কোহলি সেদিন করেছিলেন ১৯। যুব বিশ্বকাপে সাফল্যের পর আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেন তন্ময় শ্রীবাস্তব। তবে বয়সভিত্তিক পর্যায়ের সেই দাপট পরে আর দেখাতে পারেননি তিনি। আইপিএলে ২০০৮ ও ২০০৯ মৌসুমে কেবল মাত্র ৭টি ম্যাচ খেলার সুযোগ পান তিনি। এরপর উত্তর প্রদেশের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেই পার করেছেন বাঁহাতি এই ব্যাটার। ৯০টি ম্যাচ খেলে ৫ হাজারের মতন রান করেছেন ১০ সেঞ্চুরিতে। মাঠের ক্রিকেটে তেমন কিছু হচ্ছে না দেখে তন্ময় ২০২০ সালে মাত্র ৩০ বছরে ছেড়ে দেন খেলা। অবসরের পর তিনি আম্পায়ারিংকে পেশা হিসেবে বেছে নেন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) লেভেল-২ আম্পায়ারিং কোর্স সম্পন্ন করে দ্রুতই নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেন। বর্তমানে বিসিসিআই'র সর্বোচ্চ ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন। আইপিএলে খেলোয়াড় ও আম্পায়ার দুই ভূমিকায় তিনিই প্রথম। আইপিএলে কোহলি, জাদেজার ম্যাচে তাকে আম্পায়ার হিসেবে দেখা যেতে পারে। পুরনো বন্ধুদের সঙ্গে পুনর্মিলন হবে তার ভিন্নভাবে। ইন্টারনেট।
ক্রিকেট
আইপিএলে অনন্য কীর্তির অপেক্ষায় কোহলির সাবেক সতীর্থ
একটা সময় বিরাট কোহলি থেকেও রানে এগিয়ে ছিলেন তার সতীর্থ তন্ময় শ্রীবাস্তব। কিন্তু সময়ের ব্যবধানে দুজনের পথ এখন গেছে বেঁকে।
Printed Edition
