২৫ বছরের পেশাদার ক্যারিয়ার। ছয়শর বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা। দেড় হাজারের বেশি উইকেট। এতটা পথ পেরিয়ে এবার নতুন এক স্বাদ পেতে যাচ্ছেন জেমস অ্যান্ডারসন। পেশাদার ক্রিকেটে প্রথমবারের মতো কোনো দলকে নেতৃত্ব দেবেন তিনি। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ল্যাঙ্কাশায়ারের পরবর্তী দুই ম্যাচে অধিনায়কত্ব করবেন টেস্ট ইতিহাসের সফলতম পেসার। ল্যাঙ্কাশায়ার অধিনায়ক মার্কাস হ্যারিস প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়ায় ফেরার কারণে অন্তর্র্বর্তীকালীন দায়িত্বে দলকে নেতৃত্ব দেবেন আগামী মাসে ৪৩ বছর পূর্ণ করতে যাওয়া অ্যান্ডারসন।
ক্রিকেট
৪২ বছর বয়সে প্রথমবার অধিনায়ক অ্যান্ডারসন
২৫ বছরের পেশাদার ক্যারিয়ার। ছয়শর বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা। দেড় হাজারের বেশি উইকেট।