বিশ্বের সর্বকালের অন্যতম সেরা এবং জনপ্রিয় আম্পায়ার ডকি বার্ড মারা গেছেন। ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ৯২ বছর বয়সে মারা গেলেন ইংল্যান্ডের কিংবদন্তি আম্পায়ার ডিকি বার্ড। ডিকি বার্ড ছিলেন ১৯৯৬ সালে ভারত-ইংল্যান্ডের লর্ডস টেস্টের মাধ্যমে আন্তর্জাতিক আম্পায়ারিং থেকে অবসর নেন ডিকি বার্ড। সেই ঐতিহাসিক টেস্টেই অভিষেক হয়েছিল ভারতের দুই কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী ও রাহুল দ্রাবিড়ের। আম্পায়ার হিসেবে তিনি ১৯৮৩ সালের বিশ্বকাপ ফাইনালসহ মোট তিনটি বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করেছেন। আম্পায়ার হিসেবে বার্ডের পরিসংখ্যানও দারুণ।

তিনি ৬৬টি টেস্ট এবং ৬৯টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন যা তার অবসরের সময় ছিল বিশ্বরেকর্ড। খেলোয়াড় হিসেবে তিনি ছিলেন জিওফ্রে বয়কটের সতীর্থ। ইয়র্কশায়ার এবং লেস্টারশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন। তবে ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ পাননি। চোটের কারণে ক্রিকেট ছাড়তে বাধ্য হলেও ক্রিকেটকে তিনি কখনোই দূরে রাখেননি। খেলোয়াড় হিসেবে অবসর নেয়ার পর তিনি আম্পায়ারিংয়ে যুক্ত হন। তথ্যপ্রযুক্তির সাহায্য ছাড়াই নিখুঁত সিদ্ধান্ত নেয়ার জন্য তার সুনাম ছিল। আম্পায়ার হিসেবেও তিনি বেশ জনপ্রিয় ছিলেন।