দিল্লিতে চার ম্যাচে তৃতীয় হার দেখলো দিল্লি ক্যাপিটালস। আইপিএলে টানা দ্বিতীয় হারে প্লে অফের টিকিট পাওয়ার দৌড়ে পিছিয়ে গেলো তারা। আর কলকাতা নাইট রাইডার্স তিন ম্যাচ পর জিতে সেরা চারের আশা বাঁচিয়ে রাখলো। মঙ্গলবার ফিরোজ শাহ কোটলায় ১৪ রানে জিতে গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচ জয়ের নায়ক সুনীল নারিন। আগে ব্যাটিংয়ে নেমে কলকাতা ৯ উইকেটে ২০৪ রান করে। দিল্লি লক্ষ্যে নেমে ফাফ ডু প্লেসির ব্যাটে জয়ের আশা জাগিয়েছিল। কিন্তু নারিন টানা দুই ওভারে তিন উইকেট নিয়ে কলকাতাকে ম্যাচে ফেরান। ২০ ওভারে দিল্লি ৯ উইকেটে ১৯০ রানে থামে। ১০ ম্যাচে চতুর্থ হারে ১২ পয়েন্ট নিয়ে আগের মতো চারেই দিল্লি। কলকাতা ১০ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে। ১ উইকেট হারিয়ে পাওয়ার প্লেতে ৭৯ রান তোলে কলকাতা। শেষ দিকে আন্দ্রে রাসেল ও রভম্যান পাওয়েলের ১২ বলে ২৬ রানের জুটিতে দুইশ পার করে কলকাতা। শেষ ওভারে মিচেল স্টার্ক টানা দুটি উইকেট তুলে নেন। হ্যাটট্রিক বলে রাসেল রান আউট হন।

স্টার্ক চার ওভারে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান দিয়ে তিন উইকেট নেন। ভিপরাজ নিগাম ও অক্ষর প্যাটেল দুটি করে উইকেট পান। লক্ষ্যে নেমে দিল্লির ৬০ ওভারে তিন উইকেট হারায়। ফাফ ডু প্লেসি ও অক্ষর ৪২ বলে ৭৬ রানের জুটি গড়ে ওই ধাক্কা সামাল দেন। অক্ষর ২৩ বলে চারটি চার ও তিনটি ছয়ে ৪৩ রানে আউট হন। ৩১ বলে ফিফটি করা ডু প্লেসি একাই লড়ছিলেন। নারিন জোড়া আঘাতের পর আরেক ওভারে দক্ষিণ আফ্রিকান ব্যাটারকে ফেরালে দিল্লির হার যেন সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। ৪৫ বলে ৭ চার ও ২ ছয়ে ইনিংস সর্বোচ্চ ৬২ রান করেন ডু প্লেসি। বরুণ চক্রবর্তী ১৮তম ওভারে জোড়া আঘাত করেন। ভিপরাজ ক্রিজে নেমে চার-ছক্কায় আলো ছড়ান। শেষ ওভারে ব্যবধান ২৫ রানে নামিয়ে আনেন তিনি। ইনিংসের এক বল বাকি থাকতে ১৯ বলে ৫ চার ও ২ ছয়ে ৩৮ রানে থামেন ভিপরাজ। চার ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন নারিন।