প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ডানহাতি ব্যাটার সাইফ হাসান। আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৮, ১১ ও ১৪ অক্টোবর আবুধাবিতে তিন ম্যাচের সিরিজটি অনুষ্ঠিত হবে। শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে খেলা দলে তেমন পরিবর্তন হয়নি। তবে ইনজুরি থেকে সেরে না ওঠায় লিটন দাসের জায়গা হয়নি। বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমনও। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ডানহাতি ব্যাটার সাইফ হাসান। ২৬ বছর বয়সী এই ক্রিকেটার সম্প্রতি টি-টোয়েন্টিতে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ওয়ানডে দলে ডাক পেয়েছেন। তার এখনও ওয়ানডে অভিষেক হয়নি। গতকাল রাতেই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেন পাঁচ ক্রিকেটারÑঅধিনায়ক মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ, তানভীর ইসলাম ও নাহিদ রানা। অন্যদিকে ওপেনার নাঈম শেখ এখনও ভিসা অনুমোদনের অপেক্ষায় আছেন। ভিসা হাতে পেলেই তিনি দলে যোগ দেবেন। একই পরিস্থিতিতে আছেন সৌম্য সরকারও। আফগানিস্তানের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন তিনি। ভিসা জটিলতার কারণে তার যাত্রাও বিলম্বিত হয়েছে।
বাংলাদেশ স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানা।