বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ২৭তম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) এর চার দিনের কোন ম্যাচ চতুর্থ দিনে গড়ায়নি। প্রতিটি ম্যাচের ফায়সালা হয়েছে ৩ দিনে। শেষ ম্যাচেও হরো তাই। নাটকীয়তায় ভরা ম্যাচে শক্তিশালী খুলনাকে ৭ উইকেটে হারিয়ে চমক দেখালো রংপুর। এই জয়ের ফলে এক লাফে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো রংপুর। প্রথম ইনিংসে চমৎকার ব্যাটিংয়ের পর ২য় ইনিংসে চরম ব্যাটিং বিপর্যয়ে খুলনার পরাজয়ের আভাস মিলছিল আগের দিনেই। দ্বিতীয় ইনিংসে মাত্র ৪১ রানে ৫ উইকেট পতনের পরই খুলনার পরাজয় আঁচ করছিলেন অনেকেই। অবশেষে সেই আশংকা সত্য প্রমাণ হলো। আগের দিনের ৫ উইকেটে ৪১ রানে ৩য় দিন শুরু করা খুলনা অলআউট হয় মাত্র ৯৬ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান আসে জিয়ার ব্যাট থেকে। রংপুরের মুকিদুল ইসরাম মুগ্ধ মাত্র ২২ রানে ৫টি এবং শরিফুল ৩টি উইকেট শিকার করেন। রংপুরের জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ২৩০ রান। দলীয় ৪৬ রানে দুই উইকেট পতনের পর ইকবাল হোসেন এবং নাঈম ইসলাম দলকে জয়েল বন্দরে টেনে নেন। নাঈম ইসলাম ৯৩ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৪৫ রানে নাঈম আউট হলেও ইকবাল হোসেন সেঞ্চুরী তুলে নেন। শেষ পর্যন্ত দলনেতা আকবর আলীকে সাথে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ইকবাল। তিনি অপরাজিত ছিলেন ১১৪ রানে। ৯টি চার ও ৩টি বিশাল ছক্কায় সাজানো ছিল তার রাজকীয় ইনিংস। আকবর অপরাজিত ছিলেন ৩২ রানে। খুলনার আব্দুল হালিম, মেহেদী হাসান রানা ও নাহিদুল একটি করে উইকেট লাভ করেন। সেঞ্চুরীয়ান ইকবাল হোসেন প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন। এই জয়ের ফলে ৭ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলে সবার উপরে উঠে গেল রংপুর। ২য় ও ৩য় অবস্থানে আছে যথাক্রমে ময়মনসিংহ এবং সিলেট। আজকের ম্যাচের রেজাল্টের পর এবারের লিগের শিরোপা নির্ধারিত হবে।
ক্রিকেট
নাটকীয় ম্যাচে খুলনাকে তিন দিনেই হারালো রংপর
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ২৭তম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) এর চার দিনের কোন ম্যাচ চতুর্থ দিনে গড়ায়নি। প্রতিটি ম্যাচের ফায়সালা হয়েছে ৩ দিনে। শেষ ম্যাচেও হরো তাই। নাটকীয়তায় ভরা ম্যাচে শক্তিশালী খুলনাকে ৭ উইকেটে হারিয়ে চমক দেখালো রংপুর।
Printed Edition