সৌদি আরবের পৃষ্ঠপোষকতায় গঠিত একটি নতুন বৈশ্বিক টি-টোয়েন্টি লিগ রুখে দিতে একজোট হয়েছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই ও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড ইসিবি। প্রভাবশালী দুই ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, পরিকল্পিত টুর্নামেন্টটি মাঠে গড়ালে তারা নিজেদের ক্রিকেটারদের খেলার অনুমতি দেবে না। টেনিসের গ্র্যান্ড স্ল্যামের আদলে বছরের চারটি ভিন্ন সময়ে চারটি ভিন্ন দেশে টি–টোয়েন্টি লিগ চালু করতে চায় সৌদি আরব। এ জন্য রাষ্ট্রায়ত্ত ক্রীড়া বিনিয়োগকারী সংস্থা এসআরজে স্পোর্টস ইনভেস্টমেন্টসের মাধ্যমে ছয় হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা আছে দেশটির। তবে এই লিগ আলোর মুখ দেখলে তা আইপিএল ও দ্য হান্ড্রেডের জন্য ‘নেতিবাচক’ হবে বলে মনে করছে বিসিসিআই ও ইসিবি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, সৌদি আরবের পরিকল্পিত টি-টোয়েন্টি লিগ নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) আগ্রহ আছে। চার লিগের একটি তারা আয়োজনও করতে চায়। এর মাধ্যমে ক্রিকেট বোর্ড হিসেবে লাভবান হওয়া যাবে বলে ভাবছে সিএ। বর্তমানে অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগ নামে টি–টোয়েন্টি টুর্নামেন্ট চালু আছে। এটির মালিকানায় ক্রিকেট বোর্ড ও রাজ্য দলগুলো। যে কারণে ক্রিকেট অস্ট্রেলিয়ার আইপিএল, পিএসএলের মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আয় খুব বেশি নয়। তবে আইপিএলের মাধ্যমে বিসিসিআই এবং দ্য হান্ড্রেডের মাধ্যমে ইসিবির আয়ের অঙ্কটা বেশ বড়। আইপিএলপ্রথম থেকেই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক, মালিকানায় আছে বড় ব্যবসায়িক গ্রুপগুলো।
ক্রিকেট
হুমকিতে সৌদি আরবের লিগ
আইপিএল সুরক্ষায় ভারত-ইংল্যান্ড একজোট
সৌদি আরবের পৃষ্ঠপোষকতায় গঠিত একটি নতুন বৈশ্বিক টি-টোয়েন্টি লিগ রুখে দিতে একজোট হয়েছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই ও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড ইসিবি। প্রভাবশালী দুই ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে,