চলতি মাসেই শ্রীলংকার সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। এই টেস্ট সিরিজ খেলতে আগামীকাল (শুক্রবার) দেশ ছাড়বে বাংলাদেশ দল। শ্রীলংকার উদ্দেশে দেশ ছাড়ার আগে কঠোর অনুশীলন করেছে ক্রিকেটারা। এছাড়া গতকাল থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রস্তুতি ম্যাচ। আজ বৃহস্পতিবার সেই প্রস্তুতি ম্যাচের মাঝে কথা বলবেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে তিনি জানাবেন বাংলাদেশ টেস্ট দলের লক্ষ্য ও পরিকল্পনা। এই সিরিজকে সামনে রেখে গত রবিবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। অনুশীলনের প্রথম দিন থেকেই ক্রিকেটারদের সঙ্গে ছিলেন কোচিং স্টাফদের সবাই। আগের দুই দিনের অনুশীলনে ছিলেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন ও পেস বোলিং কোচ শন টেইট। ক্রিকেটারদের নিয়ে বিস্তর কাজ করেছেন। নেটের পাশাপাশি বোলিং মেশিনের সামনে লম্বা সময় অনুশীলন করেছেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অঙ্কন এবং জাকের আলী অনিকরা। এদিকে নতুন পেস বোলিং কোচ টেইটের তত্ত্বাবধানে পেসাররাও দারুণভাবে প্রস্তুত হচ্ছেন। হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, নাহিদ রানা ও ইবাদত হোসেন ঘাম ঝরালেন। লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকা ইবাদত নিজেকে পুরোদমে মেলে ধরতে কাজ করে যাচ্ছেন। পাকিস্তান সফরে না যাওয়া নাহিদও একই পথে হেঁটেছেন। সাম্প্রতিক সময়ে খুব বাজে সময় পার করছেন ক্রিকেটাররা। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হেরেছে বাংলাদেশ। কুড়ি ওভারের ক্রিকেটে আরব আমিরাতের মতো দলের বিপক্ষে সিরিজ হেরেছে। ওয়ানডেতেও নেই চেনা ছন্দে। সব মিলিয়ে কঠিন চাপ নিয়েই শুক্রবার লঙ্কার উদ্দেশে বিমানে চাপবে বাংলাদেশ। কঠিন সময় পেরিয়ে ভালো করতে মুখিয়ে বাংলাদেশ। দুই দিন আগে গণমাধ্যমকে সাবেক অধিনায়ক ও টেস্ট দলের সদস্য মুশফিকুর রহিম বলেছেন, ‘দেশবাসীর কাছে এতটুকুই দোয়া চাইবো যে, সামনে আমাদের বাংলাদেশ দলের অনেক খেলা আছে। আমরা চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু করার। অতীতে হয়তো আমাদের পারফরম্যান্স একটু খারাপ ছিল। তবে শ্রীলঙ্কা সিরিজ থেকে বাংলাদেশ দল আবার ফর্মে ফিরে আসবে।’ দুই দলের এই সিরিজ শুরু হবে দুটি টেস্ট দিয়ে। এরপর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে শ্রীলঙ্কা-বাংলাদেশ। ১৭ জুন থেকে গলে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের শেষ টেস্ট অনুষ্ঠিত হবে কলম্বোর সিংহলিজ স্পোর্টস কমপ্লেক্সে ২৫ জুন থেকে। ২ জুলাই হবে সিরিজের প্রথম ওয়ানডে। পরের ম্যাচ ৫ জুলাই। দুটি ম্যাচই হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে পাল্লেকেলেতে, ৮ জুলাই। ১০ জুলাই পাল্লেকেলেতেই হবে প্রথম টি-টোয়েন্টি। পরের ম্যাচ ১৩ জুলাই ডাম্বুলাতে। সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ১৬ জুলাই।
টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ।