ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। পারভেজ হোসেন ইমনের অনবদ্য সেঞ্চুরি এবং মোসাদ্দেক হোসেন সৈকতের দায়িত্বশীল ব্যাটিংয়ে ধানমন্ডি স্পোর্টিং ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে তারা। এতে ৮ ম্যাচে ৭ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত করল আবাহনী। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ভালো শুরু পায় আবাহনী। পারভেজ ইমন ও জিসান আলম পাওয়ার প্লের ১০ ওভারে কোনো উইকেট না হারিয়েই ৫৫ রান যোগ করেন। তবে পাওয়ার প্লে শেষ হতেই ধাক্কা খায় দলটি। ২৬ বলে ১৮ রান করে জিসান আনামুল হকের বলে বোল্ড হয়ে ফিরলে ভাঙে ৫৭ রানের ওপেনিং জুটি। এরপর তিনে নেমে মাত্র ৫ বলে ২ রান করে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ধানমন্ডির স্পিনার আনামুল হক আনামের ঘূর্ণিতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আবাহনী। মোহাম্মদ মিঠুন ও মুমিনুল হকও সুবিধা করতে পারেননি। তবে ব্যাটিং বিপর্যয়ের সময় মোসাদ্দেক হোসেন সৈকতের সঙ্গে জুটি গড়ে ধাক্কা সামাল দেন পারভেজ ইমন।
সতর্ক ব্যাটিংয়ে ৫৪ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ইমন। এরপর আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন এই বাঁহাতি ওপেনার। ১২ চার ও তিন ছক্কায় ১১৭ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি, যা চলতি আসরে তার দ্বিতীয় শতক। ইমনের সঙ্গে ১১৯ বলে ১০০ রানের জুটি গড়েন মোসাদ্দেক হোসেন। ৬০ বলে সমান ৩টি চার ও ছক্কায় হাফ সেঞ্চুরি করেন তিনি। তবে হাফ সেঞ্চুরির পর বেশি দূর যেতে পারেননি। আনামুলকে উড়িয়ে মারতে গিয়ে ৬৪ বলে ৫৪ রান করে ডিপ মিড উইকেটে ক্যাচ দেন মোসাদ্দেক। তবে একপ্রান্ত আগলে রেখে ১২৪ রানের অপরাজিত ইনিংস খেলে আবাহনীকে জয় এনে দেন পারভেজ ইমন। এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ধানমন্ডি স্পোর্টিং ক্লাব নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে।
তবে একপ্রান্ত আগলে রেখে দলের ইনিংস বড় করেন ফজলে মাহমুদ রাব্বি। বাঁহাতি ব্যাটার ১২৬ বলে ৮৭ রানের লড়াকু ইনিংস খেলেন। তার সঙ্গে ৬৫ বলে ৫৭ রান করেন জিয়াউর রহমান। তামিমের সুস্থতা কামনায় মালিঙ্গা থেকে কেকেআরতামিমের সুস্থতা কামনায় মালিঙ্গা থেকে কেকেআরতবে অন্য ব্যাটসম্যানরা খুব একটা সুবিধা করতে পারেননি আবাহনীর নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে। পেসার নাহিদ রানা ও স্পিনার রাকিবুল হাসান সমান ৪টি করে উইকেট শিকার করে ধানমন্ডির ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন। শেষ পর্যন্ত ৪৮.২ ওভারে ২০১ রানে অলআউট হয় ধানমন্ডি। সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে কিছুটা ব্যাটিং বিপর্যয়ের পরও ইমন-মোসাদ্দেকের ব্যাটে সহজ জয় পায় আবাহনী। ডিপিএলে নিজেদের দাপট ধরে রাখল বর্তমান চ্যাম্পিয়নরা, শিরোপা ধরে রাখার পথে এগিয়ে চলেছে শক্ত প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে।