শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে ছিলেন না মেহেদী হাসান মিরাজ। মিরাজ না থাকায় তার জায়গায় সুযোগ পাওয়া স্পিনার নাঈম হাসান সুযোগ পেয়েই ৬ উইকেট শিকার করেছেন। এবার শেষ টেস্টে ফিরছেন মিরাজ তাহলে কী একাদশে থাকবেন নাঈম। এদিকে প্রধান কোচ ফিল সিমন্স দারুণ উচ্ছ্বসিত মিরাজকে নিয়ে। গতকাল ম্যাচের আগের দিন গতকাল সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘মিরাজ যে খেলবে এটা আপনি নিশ্চিত দেখছি (হাসি)। সে এখন বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার। ওর অন্তর্ভুক্তি ব্যাটে-বলে দলের শক্তি বাড়াবে। মিরাজের যা কাজ তা তো সে করবেই। তবে বাকিদেরও দায়িত্ব নিতে হবে।’ পরে নাঈম একাদশে থাকবেন কি না এমন প্রশ্নের জবাবে সিমন্স বলেছেন, ‘উইকেট যেমনই হোক প্রথমে মানিয়ে নিতে হবে। গলে দারুণ বল করেছে নাঈম। তাকে একাদশে না রাখাটা কঠিন। দলের জন্য যেটা সেরা সেই সিদ্ধান্তই নিব। দল ভালো আছে। প্রস্তুতি বেশ ভালো। ঢাকাতেই ওরা ভালো প্রস্তুতি নিয়ে নিয়েছে। মানসিকভাবেও ভালো আছে।’ গলের আত্মবিশ্বাস কলোম্বোতে কাজে লাগাতে চার সিমন্স। তিনি বলেন, ‘গত ম্যাচ থেকে আমরা অনেক আত্মবিশ্বাস পেয়েছি। বেশিরভাগ ক্ষেত্রেই প্রথম টেস্টে আমরা একটু স্লো থাকি। তবে এবার আমরা শুরু থেকেই ভালো করেছি। এটা দলের সবাইকে আত্মবিশ্বাস দিচ্ছে। সবাই নিজেদের সামর্থ্য ও সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী হয়ে দ্বিতীয় টেস্টে নামছে।’ কলম্বোর উইকেট নিয়ে সিমন্স বলেছেন, ‘উইকেট দেখে ভালোই মনে হচ্ছে। কাল (আজ) এসে আমরা গলের মতোই যত বেশি সম্ভব হার্ড খেলার চেষ্টা করব। আমাদের আগের লেভেলে থাকতে হবে কিংবা আরও ভালো খেলতে হবে।’ দলের একাদশ প্রসঙ্গে সিমন্স জানিয়েছেন, ‘এটা (দলের কম্বিনেশন) খেলার আগে ঠিক করব। সকালে উইকেট দেখার ওপর নির্ভর করবে ৩ স্পিনার নাকি ৩ সিমার।’ প্রথম টেস্টে বাংলাদেশের পক্ষে দুই ইনিংসেই সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন শান্ত। যাতে ভর করে লঙ্কানদের সঙ্গে সিরিজের প্রথম টেস্টটি ড্র করে টাইগাররা। শ্রীলংকার বিপক্ষে অনুশীলনে আঙুলে চোট পান সফরকারী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। স্লিপে ক্যাচ প্রাকটিস করার সময় তিনি ডান হাতের আঙুলে চোট পান। তবে শেষ টেস্টে শান্ত খেলবেন বলে জানিয়েছেন বাংলাদেশ কোচ। চোট পাওয়ার একদিন পর শান্ত’র চোটের অবস্থা জানিয়েছেন কোচ ফিল সিমন্স। শেষ টেস্টে তাকে দেখা যাবে কি না সেই প্রশ্ন ওঠে। জবাবে টাইগার কোচ সিমন্স জানিয়েছেন, শান্ত ফিট আছেন। শেষ টেস্টে ম্যাচ খেলার জন্য প্রস্তুত রয়েছেন টাইগার অধিনায়ক। এর আগে শ্রীলঙ্কা সফরের শুরুতেও একবার চোট পেয়েছিলেন শান্ত। শ্রীলঙ্কায় পৌঁছে প্রথম টেস্টের আগে প্রথম দিনের অনুশীলন চলাকালে তিনি আঙুলে চোট পান। পরে সেই আঙুলে ব্যান্ডেজ নিয়েই গল টেস্টে খেলেছিলেন শান্ত। সিরিজের দ্বিতীয় টেস্টের আগেও গতকাল আঙুলে চোট পান বাঁ-হাতি এই ব্যাটার। এরপর থেকে পর্যবেক্ষণে ছিলেন তিনি।
ক্রিকেট
আত্মবিশ্বাসী হয়ে দ্বিতীয় টেস্টে মাঠে নামছে বাংলাদেশ--কোচ সিমন্স
শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে ছিলেন না মেহেদী হাসান মিরাজ। মিরাজ না থাকায় তার জায়গায় সুযোগ পাওয়া স্পিনার নাঈম হাসান সুযোগ পেয়েই ৬ উইকেট শিকার করেছেন। এবার শেষ টেস্টে ফিরছেন মিরাজ তাহলে কী একাদশে থাকবেন নাঈম।
Printed Edition
