নিউজিল্যান্ডের ব্যাটার ফিন অ্যালেন টি-টোয়েন্টি ক্রিকেটে গড়লেন এক অনন্য কীর্তি। এক বছরে গড়া রেকর্ড ভেঙে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার নতুন বিশ্বরেকর্ড এখন তার দখলে। শুক্রবার যুক্তরাষ্ট্রে শুরু হওয়া মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) তৃতীয় আসরের উদ্বোধনী ম্যাচে তিনি এই কীর্তি গড়েন। ওকল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচে ফ্রান্সিসকো ইউনিকর্নের হয়ে ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে মাঠে নামেন অ্যালেন। প্রথমে ফিফটি করেন মাত্র ২০ বলে, এরপর পরের ১৪ বলে পৌঁছান শতকে। ৩৪ বলে সেঞ্চুরি করা এই ইনিংস এমএলসির ইতিহাসে দ্রুততম এবং টি-টোয়েন্টির ইতিহাসে যৌথভাবে তৃতীয় দ্রুততম। শুধু তাই নয়, ৪৯ বলে তিনি পৌঁছান দেড়শো রানে, যা টি-টোয়েন্টিতে দ্রুততম ১৫০ রানের রেকর্ড। এর আগে ৫২ বলে দেড়শো করে রেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস। অ্যালেনের ব্যাট থেকে আসে ১৫১ রান, যার মধ্যে ছিল মাত্র ৫টি চার, আর বিশ্বরেকর্ড গড়া ১৯টি ছক্কা। এতদিন পর্যন্ত এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ছিল ১৮টি, যা ২০১৭ সালে বিপিএলে গড়েছিলেন ক্রিস গেইল এবং পরে ২০২৪ সালে এস্তোনিয়ার সাহিল চৌহান।এই দানবীয় ইনিংসের ওপর ভর করে ফ্রান্সিসকো ইউনিকর্ন তোলে ৫ উইকেটে ২৬৯ রান, এমএলসির ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
ক্রিকেট
ফিন অ্যালেনের বিশ্ব রেকর্ড
নিউজিল্যান্ডের ব্যাটার ফিন অ্যালেন টি-টোয়েন্টি ক্রিকেটে গড়লেন এক অনন্য কীর্তি। এক বছরে গড়া রেকর্ড ভেঙে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার নতুন বিশ্বরেকর্ড এখন তার দখলে। শুক্রবার যুক্তরাষ্ট্রে শুরু হওয়া মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) তৃতীয়