গল টেস্ট ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে। তাই দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি হবে সিরিজ নির্ধারণী। কলম্বো টেস্টের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এই টেস্টের স্কোয়াডে দুটি পরিবর্তন এনেছে লঙ্কানরা। গল টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তাই স্বাভাবিকভাবেই এই টেস্টের স্কোয়াডে নেই তিনি। এ ছাড়া বাদ পড়েছেন পেসার মিলান রথনায়েক। এই দুজনের পরিবর্তে স্কোয়াডে জায়গা পেয়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার দুনিথ ভেল্লালেগে ও পেসার বিশ্ব ফার্নান্দো। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে ২৫ জুন থেকে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোতে। টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। আগামী ২, ৫ ও ৮ জুলাই অনুষ্ঠিত হবে তিনটি একদিনের ম্যাচ। এরপর ১০, ১৩ ও ১৬ জুলাই তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে দুই দল।
ক্রিকেট
দ্বিতীয় টেস্টের স্কোয়াডে শ্রীলঙ্কার দুই পরিবর্তন
গল টেস্ট ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে। তাই দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি হবে সিরিজ নির্ধারণী। কলম্বো টেস্টের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এই টেস্টের স্কোয়াডে দুটি পরিবর্তন