অবশেষে পাকিস্তান টি-টোয়েন্টি দলে ফিরলেন সাবেক অধিনায়ক বাবর আজম। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজ এবং ত্রি-দেশীয় সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। জাতীয় নির্বাচন কমিটি ১৫ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে। এই স্কোয়াড নিয়েই রাওয়ালপিন্ডি এবং লাহোরে ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এই একই দল ১৭ থেকে ২৯ নবেম্বর একই ভেন্যুতে অনুষ্ঠিতব্য শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে গঠিত ত্রি-দেশীয় টি-টোয়েন্টি সিরিজেও অংশ নেবে। পিসিবির প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, বাবর আজম ছাড়াও আব্দুল সামাদ এবং নাসিম শাহ দলে ফিরেছেন। উসমান তারিক এই স্কোয়াডে একমাত্র আনক্যাপড খেলোয়াড়।

১৫ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড : সালমান আলি আগা (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান নওয়াজ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান (উইকেট-রক্ষক), উসমান তারিক।