নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা : আইডিয়াল ফ্রেন্ড সোসাইটি আইএফএস আন্ত উপজেলা ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ এবং ২০২৬ সালের আন্ত উপজেলা স্কুল টুর্ণামেন্ট ও আন্ত উপজেলা ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শনিবার সকালে নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএফএস সভাপতি কাজী জগলুল আকবর শিপন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইএফএস পরিচালক আমিনুল হক মাওলা।

ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন ফ্রেন্ডস ক্লাব ঝাটিয়াপাড়া বনাম ময়ূরা এসএস ক্রিকেট একাদশ। খেলায় বিজয়ী হয় ফ্রেন্ডস ক্লাব ঝাটিয়াপাড়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইএফএস উপদেষ্টা শিল্পপতি আবু হানিফ ভুঁইয়া, অদিতি কোচিং চেয়ারম্যান নূরুল আলম নূরু, নাঙ্গলকোট প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, এডভোকেট ইয়াছিন তালুকদার, ব্যবসায়ী মাছুম বিল্লাহ, কবি আফজাল হোসাইন মিয়াজী, প্রবাসী ব্যবসায়ী কবির আহম্মেদ মজুমদার, নাঙ্গলকোট প্রেসক্লাব সদস্য ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, ইমরান হোসেন সোহান, সাফায়েত উল্লাহ মিয়াজী, সাইফুল ইসলাম, ব্যবসায়ী মুদ্দাসসির ফাইয়াজ প্রমুখ।