দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ ১-১ সমতায় শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। এর ফলে ১৮ বছর পর পাকিস্তানে টেস্ট জিতল দক্ষিণ আফ্রিকা। সর্বশেষ জয় ছিল ২০০৭ সালে। ২৮ অক্টোবর রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও মুখোমুখি হবে দুই দল। চতুর্থ দিনে মাত্র ৬৮ রানের সহজ লক্ষ্য তাড়া করে জয় নিশ্চিত করে প্রোটিয়ারা। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ১১৩.৪ ওভারে ৩৩৩ রানে অলআউট হয় পাকিস্তান। অধিনায়ক শান মাসুদ দলের পক্ষে সর্বোচ্চ ৮৭ রান করে। এছাড়া আব্দুল্লাহ শফিক করেন ৫৭, সৌদ শাকিল ৬৬ ও সালমান আলি আঘা যোগ করেন ৪৫ রান। দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ ৪২.৪ ওভারে ১০২ রানে ৭ উইকেট শিকার করেন।জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা করে ৪০৪ রান, লিড পায়৭১ রানের। অপরাজিত ৮৯ রানে প্রোটিয়াদের ইনিংসে সেনুরান মুথুসামি। ট্রিস্টান স্টাবস ৭৬, টনি ডি জর্জি ৫৫ এবং কাগিসো রাবাদা ৬১ বলে ঝড়ো ৭১ রান করেন।

পাকিস্তানের অভিষিক্ত বাঁহাতি স্পিনার আসিফ আফ্রিদি ৩৪.৩ ওভারে ৭৯ রানে ৬ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যর্থ হয় পাকিস্তান। প্রোটিয়া অফ-স্পিনার সাইমন হার্মার শুরুতেই ফেরান ইমাম-উল-হক (৯) ও অধিনায়ক শান মাসুদকে। রাবাদার বলে আব্দুল্লাহ শফিক (৬) আউট হলে পাকিস্তান পড়ে গভীর চাপে। চতুর্থ দিনের প্রথম ওভারেই ৫০ রান করে ফেরেন বাবর, রিজওয়ান করেন ১৮, আর সালমান আঘা ২৮ রান। শেষ পর্যন্ত পুরো দল গুটিয়ে যায় মাত্র ১০৫ রানে। দক্ষিণ আফ্রিকার হয়ে হার্মার নেন ৬ উইকেট, মহারাজ ২টি এবং রাবাদা ১টি।মাত্র ৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এইডেন মারক্রাম (৪২ রান, ৪৫ বলে, ৮ চার) ও রায়ান রিকেলটন (২৫*) দ্রুত রান তুলে ১২.৩ ওভারে জয় নিশ্চিত করেন প্রোটিয়ারা।