ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যুতে উত্তপ্ত বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। একবার নিষিদ্ধ হওয়ার পর সেই শাস্তি মওকুফ হওয়ার পর আবার নিষেধাজ্ঞা পাচ্ছেন। হান্নান সরকার এখানে হৃদয়েরই দায় দেখছেন। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সর্বশেষ যে শাস্তি পেয়েছেন হৃদয়, তাতে নিষিদ্ধ হয়েছেন চার ম্যাচ। আবাহনীর বিপক্ষে ১২ এপ্রিল মিরপুরে সুপার লিগের ম্যাচে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে হৃদয়ের। পরে আম্পায়ারিং নিয়েও কড়া সমালোচনা করেছেন হৃদয়। সেই শাস্তির সঙ্গে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে পরশু শাস্তি পাওয়ায় ৮ ডিমেরিট পয়েন্ট হৃদয়ের নামের পাশে জুটেছে। মিরপুর স্টেডিয়ামে সোমবার সাংবাদিকেরা আবাহনী কোচ হান্নান সরকারের কাছে জানতে চান, হৃদয় আগে থেকেই এমন মাথা গরম করেন কিনা।
ক্রিকেট
মেজাজ হারানোতেই হৃদয়ের ‘সর্বনাশ’
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যুতে উত্তপ্ত বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। একবার নিষিদ্ধ হওয়ার পর সেই শাস্তি মওকুফ হওয়ার পর আবার নিষেধাজ্ঞা পাচ্ছেন। হান্নান সরকার এখানে হৃদয়েরই দায় দেখছেন।