DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

ক্রিকেট

চ্যাম্পিয়নস ট্রফির সেমিতে যেতে বাংলাদেশের চার সমীকরণ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে হেরে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ৬ উইকেটের হারে সেমিফাইনালের

Printed Edition
Bangldes

স্পোর্টস রিপোর্টার : চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে হেরে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ৬ উইকেটের হারে সেমিফাইনালের দৌড়ে অনেকটাই পিছিয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল। ‘এ’ গ্রুপে সব দলের একটি করে ম্যাচের পর ভারত ও নিউজিল্যান্ডেরও একটি করে জয় আছে। আর বাংলাদেশ ও পাকিস্তানের পয়েন্ট আপাতত শূন্য। পয়েন্ট শূন্য হলেও এই মুহূর্তে রান রেটের কারণে পাকিস্তানের চেয়ে এগিয়ে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। এমতাবস্থায় সেমির সমীকরণ কঠিন হয়ে দাঁড়িয়েছে টাইগারদের। তবে কঠিন হলেও এখনো শেষ চারে খেলার সম্ভাবনা রয়েছে। এবার দেখা যাক, বাংলাদেশ দলের সামনে সেমিফাইনালে ওঠার কী কী সমীকরণ আছে।

১. নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে বাকি থাকা দুই ম্যাচে জিতলে বাংলাদেশের সম্ভাবনা থাকবে সেমিফাইনালে যাওয়ার। এখানেও যদি-কিন্তুর ওপর নির্ভর করবে অনেক কিছু। শীর্ষে থাকা নিউজিল্যান্ড ও ভারত যদি তাদের বাকি থাকা দুটি ম্যাচের একটি করে জিতে তাহলে সেরা দুই দল নির্ধারণ হবে রান রেটের ভিত্তিতে।

২. বাংলাদেশ যদি নিউজিল্যান্ডের কাছে হারে কিন্তু পাকিস্তানকে হারায়-তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট হবে দুই। সে ক্ষেত্রে পাকিস্তান-ভারত ও নিউজিল্যান্ড-ভারত ম্যাচের ফলের প্রভাব থাকবে। কিন্তু বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারালে আর পাকিস্তানের কাছে হারলে হিসাব একটু কঠিন হবে বাংলাদেশের। কারণ, নিউজিল্যান্ডের ২ পয়েন্ট আগে থেকেই আছে।

৩. পাকিস্তান-ভারত ম্যাচে পাকিস্তান হারলে-বাংলাদেশ দলের সামনে সেমিফাইনালের সম্ভাবনা বাড়বে। নেট রান রেট তখন বড় প্রভাবক হয়ে উঠবে। আর যদি পাকিস্তান দল ভারতের বিপক্ষে জিতে যায়, তাহলে বাংলাদেশের পথ একটু কঠিন হয়ে যাবে।

৪. বাংলাদেশের বাকি থাকা দুই ম্যাচে হারলে কোনো হিসাব-নিকাশ নেই। সরাসরিই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হবে বাংলাদেশকে।

তাই বাকি দুই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এর পরেই আসবে রান রেটের হিসাব। বাংলাদেশের দুটি ম্যাচই হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে আর ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে।