শ্রীলংকা সফরটা এবার ভালো যাচ্ছেনা বাংলাদেশ ক্রিকেট দলের। সফরের প্রথমে শ্রীলংকার কাছে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হার বাংলাদেশের। ওয়ানডে সিরিজে হার ২-১ ব্যবধানে হার। টেস্ট সিরিজ হারলেও ওয়ানডেতে অন্তত প্রতিদ্বন্দ্বীতা করতে পারবে বাংলাদেশ। কিন্তু ওয়ানডে ফরম্যাটে আরো বেসামাল অবস্থা। কলম্বোর পর ক্যান্ডিতে পরাজয়ের ব্যবধান কেবল বেড়েছে। বোলাররা যা-ও পারছেন, ব্যাটসম্যানরা স্রেফ তালগোল পাকানো পারফরম্যান্স করেই যাচ্ছেন। সবশেষ চার ম্যাচে নেই কোনো সেঞ্চুরি। টপ অর্ডারে সেঞ্চুরি নেই গত বছরের ১৩ মার্চের পর। বড় ইনিংস খেলার চেষ্টাই নেই। ভালো শুরু করলেও পথ হারাতে সময় লাগছে না। গতকাল মিরপুর হোম অব ক্রিকেটে এসব নিয়ে কথা বলেছেন বিসিবি পরিচালক আকরাম খান, ‘লম্বা ইনিংস খেলতেই হবে। শীর্ষ চারটা ব্যাটসম্যানের। ব্যাটসম্যানদের ব্যাটিং দেখে আমার কাছে মনে হচ্ছে, স্বাভাবিক যে ক্রিকেটটা হয়, যেটা আমরা ঢাকা লিগে খেলি বা এখানে খেলি, সেটা কিন্তু খেলছে না। হয়তো বাড়তি সতর্ক এবং মানসিকভাবে তাদেরকে ফিট মনে হচ্ছে না। অনেক চাপ নিয়ে নিচ্ছে।’ মানসিকতার কথা তুলে ধরে আকরাম খান যোগ করেন, ‘কিছু এটিচিউডও আছে যেগুলো মনে করেন দলে প্রভাবিত হয়। কেউ রান আউট হয়ে এমন এটিচিউড করছে...ওখানে কিন্তু কেউ সেরা খেলোয়াড় না, যারা খেলে সবাই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এসব করলে দল কিন্তু দিন দিন নেতিবাচক দিকেই যাচ্ছে। আদর্শ ক্রিকেট খেলতে হলে আপনাকে সবকিছুতেই উন্নতি করতে হবে।’ ব্যাটিং ব্যর্থতাকে বড় করে দেখে আকরাম খান যোগ করেন, ‘ব্যাটসম্যানরা খেলবে ৫০ ওভারÑ সেখানে শেষে ১০ ওভার বোলাররা গিয়ে ব্যাট করছে। এখানে আপনি যে রান করার কথা, সে রান করতে পারবেন না। এগুলো হলো স্বাভাবিক ক্রিকেট ব্যাটসম্যানদের জন্য। এগুলো করতেই হবে। এ ভুলগুলো অন্য দলগুলো যারা খেলে, তাদের কাছে এগুলো পাবেন না। হয়তো ওরা ম্যাচ হারে, জেতে। এই সমস্যাগুলো বিরাট হয়ে দাঁড়াচ্ছে। একটা দুইটা ম্যাচে হলে ঠিক আছে কিন্তু দিন দিন এটা হতেই যাচ্ছে। গত দুই বছর থেকে আমি দেখছি ব্যাটসম্যানদের বিরাট সমস্যা। এখান থেকে বের হতেই হবে। নয়তো আপনি পারফর্ম করতে পারবেন না, চাপে পড়বেন, সবকিছু নেগেটিভ হবে। এ জিনিস থেকে উঠে আসতেই হবে আমাদের।’ তবে চাপহীন ক্রিকেট খেলার পরামর্শ আকরাম খানের, ‘দূর থেকে খেলা দেখে আমার মনে হচ্ছে, খেলোয়াড়রা অতিরিক্ত চাপে থাকে। কীসের জন্য চাপে থাকে আমি জানি না। কিন্তু আপনি বেশি চাপে থাকলে স্বাভাবিক ক্রিকেট খেলতে পারবেন না। ওদের ব্যাটিং স্টাইল দেখে, কিছু ভুল দেখে, এটিচিউড দেখে মনে হচ্ছে না তারা স্বাভাবিক ক্রিকেট খেলছে।’ মাশরাফি, সাকিব, তামিম, মুশফিকুর, মাহমুদউল্লাহর পর আইকন ক্রিকেটারের ঘাটতি রয়েছে বাংলাদেশ দলে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন আকরাম খানও, ‘মানুষ কিন্তু খেলা দেখে, যাকে পছন্দ করে, তার খেলা দেখে। এবং সে যদি পারফর্ম না করে, তাহলে নিরাশ হয়ে যায়। আপনার ধারাবাহিকতা খুবই গুরুত্বপূর্ণ আইকন খেলোয়াড়র জন্য। বড় বড় যারা খেলোয়াড় আছে, তারা মেক্সিমাম ম্যাচে পারফর্ম করে, যে জিনিসটা আমরা এখন করতে পারছি না। আমাদের ধারাবাহিকতার খুবই অভাব। এটা থেকেই বের হতে পারবে না।’
ক্রিকেট
মনে হচ্ছে খেলোয়াড়রা অতিরিক্ত চাপে থাকে ----আকরাম খান
শ্রীলংকা সফরটা এবার ভালো যাচ্ছেনা বাংলাদেশ ক্রিকেট দলের। সফরের প্রথমে শ্রীলংকার কাছে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হার বাংলাদেশের। ওয়ানডে সিরিজে হার ২-১ ব্যবধানে হার।
Printed Edition
