ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)'র আয়োজনে গত ১৯ নভেম্বর থেকে শুরু হয়েছে ‘ফরচুন বরিশাল-ডিআরইউ মিডিয়া ক্রিকেট’। মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ডিআরইউ ক্রিকেটের গতকাল ছিল দ্বিতীয় দিন। প্রথমদিনের মতো গতকালও ১২টি দল পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে নামে। দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় কালের কণ্ঠ এবং এটিএন নিউজ। দারুণ খেলে ম্যাচটি ৪ উইকেটের ব্যবধানে জিতে নেয় কালের কণ্ঠ। ম্যাচসেরা নির্বাচিত হন জয়ী দলের রাহেনুর ইসলাম। এটি কালের কণ্ঠের টানা দ্বিতীয় জয়। একই মাঠে দিনের অপর ম্যাচে মুখোমুখি হয় দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও দৈনিক সংগ্রাম। ৫০ রানের বড় জয় পায় বিজনেস স্ট্যান্ডার্ড। ম্যাচসেরা নির্বাচিত হন জয়ী দলের প্রিন্স। দিনের তৃতীয় ম্যাচটি ছিল ফলশূন্য। চতুর্থ ম্যাচে মুখোমুখি হয় চ্যানেল আই ও দৈনিক দিনকাল। ৭৯ রানের বড় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে চ্যানেল আই। ম্যাচসেরা নির্বাচিত হন জয়ী দলের নিলাদ্রী শিখর। পঞ্চম ম্যাচে মাঠে নামে দৈনিক জনকণ্ঠ। যেখানে তাদের প্রতিপক্ষ ছিল আরটিভি। ম্যাচটি ৪ উইকেটের বড় ব্যবধানে জেতে জনকণ্ঠ। ম্যাচসেরা হন জয়ী দলের এম এম জসিম। ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন জসিম। দর্শনীয় দুটি ক্যাচ ধরে প্রতিপক্ষকে চাপে ফেলেন জসিম। দিনের ষষ্ঠতম ম্যাচে মাঠে নামে নয়া দিগন্ত ও এশিয়ান টিভি। প্রতিপক্ষকে ২১ রানে পরাজিত করে নয়া দিগন্ত। জয়ী দলের খালিদ সাইফুল্লাহ ম্যাচসেরা নির্বাচিত হন। মিডিয়া ক্রিকেটে এটি টানা দ্বিতীয় জয় নয়া দিগন্তের। ডিআরইউ‘র ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত ‘ফরচুন বরিশাল-ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট-২০২৫ এর দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), কল্যাণ সম্পাদক রফিক মৃধা। এছাড়া ডিআরইউ’র সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, মুরসালিন নোমানী ও দ্য মর্নিং নিউজের সম্পাদক আব্দুল মতিন উপস্থিত ছিলেন।
ক্রিকেট
ফরচুন-বরিশাল ডিআরইউ মিডিয়া ক্রিকেট
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)'র আয়োজনে গত ১৯ নভেম্বর থেকে শুরু হয়েছে ‘ফরচুন বরিশাল-ডিআরইউ মিডিয়া ক্রিকেট’।
Printed Edition