পারিবারিক প্রয়োজনে অস্ট্রেলিয়া গেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গতকাল বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর দেড়টার ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশে আকাশে উড়াল দেন বিসিবির অন্তর্বর্তীকালীন এই সভাপতি। এদিন বেলা সাড়ে ১১টা নাগাদ বিমানবন্দর থেকে এ তথ্য জানিয়েছেন বুলবুল নিজেই। প্রয়োজন শেষে ফেরার সময়ও জানিয়ে দিয়েছেন বিসিবিপ্রধান। তার দেয়া তথ্য অনুসারে, আগামী ১৭ আগস্টে আবার দেশে ফিরবেন বুলবুল। সপরিবারে দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়া বাস করছেন বুলবুল। বিসিবির দায়িত্ব গ্রহণের আগে আইসিসির গুরুত্বপূর্ণ পদ গেম ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করতেন তিনি। অস্ট্রেলিয়ায় বুলবুলের দুই ছেলে ও স্ত্রী বসবাস করছেন। দুই ছেলে ওশেনিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশটিতে পড়াশোনা করছেন। আর স্ত্রী সেখানে কাটাচ্ছেন কর্মজীবন।
ক্রিকেট
অস্ট্রেলিয়া গেলেন বিসিবি সভাপতি বুলবুল
পারিবারিক প্রয়োজনে অস্ট্রেলিয়া গেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গতকাল বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর দেড়টার ফ্লাইটে অস্ট্রেলিয়ার
Printed Edition
