টেস্ট ইতিহাসে এক অবিশ্বাস্য দিন। মাত্র ১৪.৩ ওভারে অলআউট ওয়েস্ট ইন্ডিজ মাত্র ২৭ রানে! অস্ট্রেলিয়ার পেসারদের তান্ডবে ফ্রাঙ্ক ওরেল ট্রফির শেষ টেস্টটি পরিণত হয় একতরফা প্রদর্শনীতে। ১৭৬ রানের বিশাল জয় তুলে নিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতল অস্ট্রেলিয়া। এর আগে দ্বিতীয় ইনিংসে ১২১ রানে অলআউট হয়ে ওয়েস্ট ইন্ডিজকে ২০৪ রানের লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। এটি টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর চেয়ে কম রানে কোনো দল অলআউট হয়েছিল কেবল একবার ১৯৫৫ সালে নিউজিল্যান্ড, ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ২৬ রানে। অস্ট্রেলিয়ার ধ্বংসযজ্ঞের নায়ক মিচেল স্টার্ক। ৬ উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার। স্যাবাইনা পার্কে সিরিজের শেষ টেস্টের তৃতীয় দিন ছিল যেন মিচেল স্টার্কের জন্যই লেখা। তার ১০০তম টেস্ট, সঙ্গে গোলাপি বল যেটির সঙ্গে তার সাফল্যের সম্পর্ক বহু পুরোনো। কেউ কল্পনাও করেননি যে এমন ভয়ংকর ধ্বংসযজ্ঞ অপেক্ষা করছে ওয়েস্ট ইন্ডিজের জন্য। স্টার্ক নিজের প্রথম ওভারেই তুলে নেন তিনটি উইকেট এরপরই ইতিহাস। টেস্ট ক্রিকেটে দ্রুততম ৫ উইকেট নেয়ার রেকর্ডটি গড়ে ফেলেন এই পেসার আর সেই পথেই পূর্ণ হয় তার ৪০০ টেস্ট উইকেটের মাইলফলক। স্টার্কের এই বিধ্বংসী স্পেলে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ ধসে পড়ে চোখের পলকে, যা অস্ট্রেলিয়ার দাপুটে জয়ের পথ সুগম করে। এরপর মঞ্চে আসেন স্কট বোলান্ড। তিনিও রেখে গেলেন নিজের ছাপ হ্যাটট্রিক! জাস্টিন গ্রিভস, শামার জোসেফ ও জোমেল ওয়ারিকানকে এক ওভারেই ফিরিয়ে দিয়ে তিনি ওয়েস্ট ইন্ডিজকে ২৬/৯ বানিয়ে দেন। সেই মুহূর্তে ক্যারিবীয়দের সামনে ভেসে উঠেছিল টেস্ট ইতিহাসের সবচেয়ে কম রানে অলআউট হওয়ার লজ্জাজনক রেকর্ড । ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২৬ রানে অলআউট হয়েছিল নিউজিল্যান্ড। তবে সেই লজ্জা তারা এড়ায় একটুর জন্য। গালিতে স্যাম কনস্টাসের একটি মিস ফিল্ডে এক রান পায় ওয়েস্ট ইন্ডিজ, হয়ে যায় ২৭। কিন্তু পরের বলেই আবার স্টার্ক! তুলে নেন শেষ উইকেট আর ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের পর্দা নামিয়ে শেষ করেন ব্যক্তিগত সেরা ৬/৯ বোলিং ফিগার নিয়ে। পুরো ওয়েস্ট ইন্ডিজ দল মাত্র ১৪.৩ ওভারেই অলআউট। এটি আধুনিক টেস্ট ইতিহাসে অন্যতম সংক্ষিপ্ত ও বিব্রতকর এক ইনিংস।
ক্রিকেট
অস্ট্রেলিয়ার সিরিজ জয়
২৭ রানে অলআউট হয়ে হোয়াইটওয়াশ ও: ইন্ডিজ
টেস্ট ইতিহাসে এক অবিশ্বাস্য দিন। মাত্র ১৪.৩ ওভারে অলআউট ওয়েস্ট ইন্ডিজ মাত্র ২৭ রানে! অস্ট্রেলিয়ার পেসারদের তান্ডবে ফ্রাঙ্ক ওরেল ট্রফির শেষ টেস্টটি পরিণত হয় একতরফা প্রদর্শনীতে। ১৭৬ রানের বিশাল জয় তুলে নিয়ে
Printed Edition
