আইপিএলে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে বিবাদ এবং নিরাপত্তাহীনতার যুক্তিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফরে বিসিবির অনড় অবস্থানে মাঝেই দেশটিতে অবস্থান করছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। রোববার ভাদোদরার বিসিএ স্টেডিয়ামে নিউজিল্যান্ড ও স্বাগতিক ভারতের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচটিতে টিভি আম্পায়ারের ভূমিকা পালন করছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত। মুস্তাফিজুর রহমান ইস্যুকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক টানাপোড়েনের মধ্যে টিভি আম্পায়ার হিসেবে সৈকতকে দেখে ক্রিকেট মহলে নানা আলোচনার সৃষ্টি হয়েছে।
অনেকেই প্রশ্ন তুলছেন, বিসিবি যেখানে ভারতকে অনিরাপদ বলছে, সেখানে একজন বোর্ড কর্মকর্তা হয়ে তিনি কীভাবে ভারত সফর করছেন? এই ধোঁয়াশা কাটাতে রোববার মুখ খুলেছেন বিসিবির আম্পায়ার্স বিভাগের চেয়ারম্যান ইফতেখার রহমান।তিনি বলেছেন, সৈকতের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে কোনো ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) নেয়ার প্রয়োজন নেই। কারণ তার চুক্তি অনুযায়ী, আইসিসির কোনো দায়িত্ব পেলে তিনি স্বয়ংক্রিয়ভাবে বিসিবি থেকে ছুটিতে থাকবেন। ইফতেখার রহমান বলেন, ‘সৈকত আইসিসির চুক্তিভুক্ত আম্পায়ার। আমরা পরিষ্কার করে বলতে চাই, তিনি বিসিবির সঙ্গে চুক্তিভুক্ত নন। বর্তমানে তিনি বিসিবির আম্পায়ার শিক্ষা বিভাগের প্রধান হিসেবে কাজ করলেও, আইসিসির কোনো দায়িত্ব এলে স্বয়ংক্রিয়ভাবে তাকে ছাড় দেয়া হয়।’ তিনি আরও বলেন, ‘আমাদের সঙ্গে তার যে চাকরির শর্ত রয়েছে, সেখানে স্পষ্টভাবে লেখা আছে, আইসিসির কোনো অ্যাসাইনমেন্ট পেলে তিনি স্বয়ংক্রিয়ভাবে আমাদের কাছ থেকে ছুটিতে থাকবেন। এ ক্ষেত্রে তাকে ছাড় দেয়ার অনুমতি দেওয়া বা না দেওয়ার কোনো এখতিয়ার আমার নেই।’ উল্লেখ্য, সৈকত চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের কয়েকটি ম্যাচেও দায়িত্ব পালন করেছেন। আইসিসির আন্তর্জাতিক আম্পায়ার গাজী সোহেলসহ সৈকতও ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন বলে সম্ভাবনা রয়েছে।ভারতের মাটিতে টুর্নামেন্ট হওয়া নিয়ে বিসিবির আপত্তি থাকলেও, আইসিসির নিয়োগপ্রাপ্ত আম্পায়ার হিসেবে তাদের অংশগ্রহণ অনেকটা নিশ্চিত।