টি-টোয়েন্টি ক্রিকেটে অবিশ্বাস্য এক বিশ্বরেকর্ড গড়েছেন আইসিসির সহযোগী দেশ ইন্দোনেশিয়ার পেসার গেদে প্রিয়ান্দানা। বিশ্বের প্রথম বোলার হিসেবে এক ওভারে পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েছেন ২৮ বছর বয়সি এই ডানহাতি পেসার। গতকাল বালিতে কম্বোডিয়ার বিপক্ষে আট ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার ৬০ রানে জয়ের ম্যাচে এই ইতিহাস গড়েন প্রিয়ান্দানা। আন্তর্জাতিক পর্যায়ে নারী বা পুরুষ ক্রিকেটের যেকোনও সংস্করণে এমন নজির এটিই প্রথম। ইন্দোনেশিয়ার দেয়া ১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫ ওভার শেষে কম্বোডিয়ার সংগ্রহ ছিল ৫ উইকেটে ১০৬ রান। ১৬তম ওভারে বোলিংয়ে এসে মাত্র ১ রানে (ওয়াইড) ৫ উইকেট তুলে নিয়ে কম্বোডিয়াকে গুটিয়ে দেন প্রিয়ান্দানা। ওভারের প্রথম তিন বলে কম্বোডিয়ার শাহ আবরার হোসেন, নির্মলজিৎ সিং ও চ্যানথুন রথানাককে ফিরিয়ে হ্যাটট্রিক পূরণ করেন প্রিয়ান্দানা। চতুর্থ বলটি ডট হওয়ার পর পঞ্চম বলে মংদারা সক এবং শেষ বলে পেল ভেনাককে সাজঘরে পাঠান। বল হাতে ইতিহাস গড়ার আগে ব্যাট হাতেও অবদান রাখেন প্রিয়ান্দানা। ওপেনিংয়ে নেমে ১১ বলে ৬ রান করেন। তবে ইন্দোনেশিয়ার ইনিংসের নায়ক ছিলেন উইকেটকিপার-ব্যাটার ধর্ম কুসুমা। ৬৮ বলে ৮ চার ও ৬ ছক্কায় ১১০* রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন। আন্তর্জাতিক ক্রিকেটে এটি প্রথম হলেও স্বীকৃত টি-টোয়েন্টিতে (ঘরোয়া ও অন্যান্য) এক ওভারে পাঁচ উইকেট নেয়ার ঘটনা আগে দুইবার ঘটেছে। ২০১৩-১৪ মৌসুমে বাংলাদেশের বিজয় দিবস টি-টোয়েন্টি কাপে আবাহনী লিমিটেডের বিপক্ষে ইউসিবি-বিসিবি একাদশের হয়ে প্রথম এই কীর্তি গড়েছিলেন বাংলাদেশের পেসার আল-আমিন হোসেন। এরপর ২০১৯-২০ মৌসুমে ভারতে সৈয়দ মুশতাক আলী ট্রফির সেমিফাইনালে কর্নাটকের হয়ে হরিয়ানার বিপক্ষে একই রেকর্ড গড়েন অভিমন্যু মিথুন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে এক ওভারে চার উইকেট নেওয়ার ঘটনা ঘটেছে ১৪ বার। যার মধ্যে সবচেয়ে স্মরণীয় ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে লাসিথ মালিঙ্গার টানা চার বলে চার উইকেট শিকার।
ক্রিকেট
ছয় বলে পাঁচ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড
টি-টোয়েন্টি ক্রিকেটে অবিশ্বাস্য এক বিশ্বরেকর্ড গড়েছেন আইসিসির সহযোগী দেশ ইন্দোনেশিয়ার পেসার গেদে প্রিয়ান্দানা। বিশ্বের প্রথম বোলার হিসেবে এক ওভারে পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েছেন ২৮ বছর বয়সি এই ডানহাতি পেসার।
Printed Edition